হোম > বিশ্ব

চীনের নেতৃত্বে ব্রিকস জোটে যোগ দিতে চায় ১৯টি দেশ

চীনের নেতৃত্বে ব্রিকস জোটে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে ১৯টি দেশ। এই জোটে দক্ষিণ আফ্রিকার নিযুক্ত রাষ্ট্রদূত অনিল সুকলকে উদ্ধৃত করে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এই বছরের ২-৩ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জোট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে বলে অনিল সুকল জানান।

তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা বিভিন্ন দেশের কাছ থেকে ব্রিকসে যোগ দেওয়ার আবেদন পাচ্ছি। এর মধ্যে ১৩টি দেশ এই জোটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আরও ৬টি দেশ অনুরোধ করেছে।’ 

ব্রিকসের সমন্বয়ক হিসেবে গত বছর জোটটির সম্প্রসারণের প্রথম প্রস্তাব দেয় চীন। কারণ, জাতিসংঘে উন্নত দেশগুলোর আধিপত্য ভাঙতে কূটনৈতিক প্রভাব তৈরি করতে চায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ।

তবে চীনের এ প্রস্তাবে ভারতসহ জোটের অন্য সদস্যদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, আগ্রহীদের মধ্যে বেইজিংঘনিষ্ঠ দেশও রয়েছে। তারা জোটে এলে নিজেদের প্রভাব কমবে বলে শঙ্কা রয়েছে।

২০০৬ সালে ব্রিকস গঠনের পর ২০১০ সালে একবার জোটের সম্প্রসারণ করা হয়। তখন দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে যে সব দেশ জোটটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়েছে তার মধ্যে রয়েছে- সৌদি আরব ও ইরান। তাছাড়া যে সব দেশ জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তাদের মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, বাহরাইন ও ইন্দোনেশিয়া। 

অনিল সুকল আরও বলেন, ‘জুনে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেওয়ার কথা ইতিমধ্যে নিশ্চিত করেছেন জোটভুক্ত পাঁচটি দেশের অর্থমন্ত্রী। সম্মেলনে জোটে সদস্যপদ বাড়ানোর পাশাপাশি সুদানসহ অন্যান্য হটস্পটগুলো নিয়েও আলোচনা হবে।’

সুদানে ক্ষমতা দখলের লড়াই চলছে দুই জেনারেলের মধ্যে। ১৫ এপ্রিল থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী ও আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির নেতৃত্বে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এই লড়াই চলছে।

১০ দিনের সংঘাতের পর গত মঙ্গলবার সুদানে যুদ্ধবিরতি হয়েছে। সেখানে অবস্থানরত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বলেছেন, দেশের কিছু অংশে যুদ্ধবিরতির আলামত থাকলেও খার্তুম ও পার্শ্ববর্তী ওমদুরমানে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া