হোম > বিশ্ব

চীনের নেতৃত্বে ব্রিকস জোটে যোগ দিতে চায় ১৯টি দেশ

চীনের নেতৃত্বে ব্রিকস জোটে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে ১৯টি দেশ। এই জোটে দক্ষিণ আফ্রিকার নিযুক্ত রাষ্ট্রদূত অনিল সুকলকে উদ্ধৃত করে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এই বছরের ২-৩ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জোট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে বলে অনিল সুকল জানান।

তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা বিভিন্ন দেশের কাছ থেকে ব্রিকসে যোগ দেওয়ার আবেদন পাচ্ছি। এর মধ্যে ১৩টি দেশ এই জোটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আরও ৬টি দেশ অনুরোধ করেছে।’ 

ব্রিকসের সমন্বয়ক হিসেবে গত বছর জোটটির সম্প্রসারণের প্রথম প্রস্তাব দেয় চীন। কারণ, জাতিসংঘে উন্নত দেশগুলোর আধিপত্য ভাঙতে কূটনৈতিক প্রভাব তৈরি করতে চায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ।

তবে চীনের এ প্রস্তাবে ভারতসহ জোটের অন্য সদস্যদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, আগ্রহীদের মধ্যে বেইজিংঘনিষ্ঠ দেশও রয়েছে। তারা জোটে এলে নিজেদের প্রভাব কমবে বলে শঙ্কা রয়েছে।

২০০৬ সালে ব্রিকস গঠনের পর ২০১০ সালে একবার জোটের সম্প্রসারণ করা হয়। তখন দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে যে সব দেশ জোটটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়েছে তার মধ্যে রয়েছে- সৌদি আরব ও ইরান। তাছাড়া যে সব দেশ জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তাদের মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, বাহরাইন ও ইন্দোনেশিয়া। 

অনিল সুকল আরও বলেন, ‘জুনে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেওয়ার কথা ইতিমধ্যে নিশ্চিত করেছেন জোটভুক্ত পাঁচটি দেশের অর্থমন্ত্রী। সম্মেলনে জোটে সদস্যপদ বাড়ানোর পাশাপাশি সুদানসহ অন্যান্য হটস্পটগুলো নিয়েও আলোচনা হবে।’

সুদানে ক্ষমতা দখলের লড়াই চলছে দুই জেনারেলের মধ্যে। ১৫ এপ্রিল থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী ও আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির নেতৃত্বে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এই লড়াই চলছে।

১০ দিনের সংঘাতের পর গত মঙ্গলবার সুদানে যুদ্ধবিরতি হয়েছে। সেখানে অবস্থানরত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বলেছেন, দেশের কিছু অংশে যুদ্ধবিরতির আলামত থাকলেও খার্তুম ও পার্শ্ববর্তী ওমদুরমানে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো মাদুরো ও তাঁর স্ত্রীকে

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

যুক্তরাষ্ট্রকে ‘সহযোগিতার’ ঘোষণা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

‘ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র’— ট্রাম্পের মন্তব্যের পরদিনই রুবিওর ইউটার্ন