হোম > বিশ্ব

পেরুর সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭ 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর একটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২৭ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটেছে। 

শোকার্ত স্বজনেরা প্রিয়জনের মরদেহ খুঁজতে খনির সামনে জড়ো হয়েছেন। মার্সেলিনা আগুয়েরে নামের এক ব্যক্তি কাঁদতে কাঁদতে জানান, তাঁর স্বামী ফেদেরিকো ইদমে মামানি এই খনিতে কাজ করতেন। তিনি স্বামীর নাম ধরে কাঁদতে কাঁদতে বলছিলেন, `কোথায় তুমি? আমরা তোমাকে খুঁজছি।' 

পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, পেরুর প্রত্যন্ত অঞ্চল আরেকুইপার লা এস্পেরানজা-১ খনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২৭ জন মারা গেছেন। 

সোনার খনিটি রাজধানী আরেকুইপা থেকে ১০ ঘণ্টা দূরত্বে অবস্থিত বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস। তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর খনির ভেতরে থাকা কাঠগুলো জ্বলে ওঠে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা মাটির ১০০ মিটার নিচে ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সময় খনির ভেতরে কতজন শ্রমিক ছিলেন তা জানা যায়নি। 

ইয়ানাকুইহুয়ার মেয়র জেমস ক্যাসকুইনো আন্দিনা বলেছেন, বেশির ভাগ শ্রমিক ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং আগুনে পুড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

পেরুর প্রেসিডেন্টের কার্যালয় এক টুইটার পোস্টে বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা খনিতে উদ্ধারকাজ করছেন। 

এর আগে গত বছর একটি খনি দুর্ঘটনায় ৩৯ জন মারা গিয়েছিলেন।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ