হোম > বিশ্ব

পেরুর সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭ 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর একটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২৭ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটেছে। 

শোকার্ত স্বজনেরা প্রিয়জনের মরদেহ খুঁজতে খনির সামনে জড়ো হয়েছেন। মার্সেলিনা আগুয়েরে নামের এক ব্যক্তি কাঁদতে কাঁদতে জানান, তাঁর স্বামী ফেদেরিকো ইদমে মামানি এই খনিতে কাজ করতেন। তিনি স্বামীর নাম ধরে কাঁদতে কাঁদতে বলছিলেন, `কোথায় তুমি? আমরা তোমাকে খুঁজছি।' 

পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, পেরুর প্রত্যন্ত অঞ্চল আরেকুইপার লা এস্পেরানজা-১ খনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২৭ জন মারা গেছেন। 

সোনার খনিটি রাজধানী আরেকুইপা থেকে ১০ ঘণ্টা দূরত্বে অবস্থিত বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস। তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর খনির ভেতরে থাকা কাঠগুলো জ্বলে ওঠে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা মাটির ১০০ মিটার নিচে ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সময় খনির ভেতরে কতজন শ্রমিক ছিলেন তা জানা যায়নি। 

ইয়ানাকুইহুয়ার মেয়র জেমস ক্যাসকুইনো আন্দিনা বলেছেন, বেশির ভাগ শ্রমিক ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং আগুনে পুড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

পেরুর প্রেসিডেন্টের কার্যালয় এক টুইটার পোস্টে বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা খনিতে উদ্ধারকাজ করছেন। 

এর আগে গত বছর একটি খনি দুর্ঘটনায় ৩৯ জন মারা গিয়েছিলেন।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র