হোম > বিশ্ব

মেক্সিকোয় নির্বাচনী মঞ্চ ভেঙে শিশুসহ অন্তত ৯ জন নিহত

মেক্সিকোর সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিয়েছে।

সিটিজেনস মুভমেন্ট পার্টির বামঘেঁষা মধ্যমপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ যখন মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দিচ্ছিলেন, তখনই মঞ্চ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে।

সামাজিক প্ল্যাটফরমে এক পোস্টে জর্জ আলভারেজ বলেন, একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনি নিজেও আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলে জানান। তবে কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।

স্থানীয় গভর্নর স্যামুয়েল গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি এ দুর্ঘটনার জন্য ঝড়বৃষ্টিকে দায়ী করেছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড়বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিশু এবং আটজন প্রাপ্তবয়স্ক। স্থানীয় হাসপাতাল পরিদর্শনের পর গভর্নর বলেন, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার প্রয়োজন।

দুর্ঘটনার ভিডিওতে মঞ্চ থেকে লোকজনকে চিৎকার করে দৌড়াতে দেখা গেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, তিনি নিহতদের পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং রাজনৈতিক সমর্থকদের প্রতি সমর্থন জানিয়েছেন।

স্থানীয় সমীক্ষা অনুযায়ী, সিটিজেনস মুভমেন্ট পার্টির ৩৮ বছর বয়সী প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ বর্তমানে ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লডিয়া শিনবাউম এবং বিরোধী জোটের প্রার্থী জোশিল গালভেজের পর নির্বাচনী দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন।

আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট