হোম > বিশ্ব

গ্রিক হরফে নতুন নাম পেল করোনার নতুন ধরনগুলো

ঢাকা: করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নাম নিয়ে জটিলতার নিরসনে নতুন নামকরণ পদ্ধতির ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন নামকরণ পদ্ধতি অনুযায়ী, এখন থেকে করোনার নতুন নাম গ্রিক হরফ দিয়ে উল্লেখ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে করোনার যে নতুন ধরনটি পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’। আর ভারতীয় ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটা’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা সহজ করার জন্যই তাদের এ নতুন পদ্ধতির প্রবর্তন।

যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে এ ভাইরাসের যে ধরনটি ছড়াতে শুরু করেছিল, সেটির নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’।

আর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতকে বিপর্যস্ত করে ফেলা পাওয়া নতুন ধরনটি ‘ডেলটা’ নাম পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গ্রিক হরফগুলো বৈজ্ঞানিক নামের পরিবর্তে ব্যবহার করা হবে না। গ্রিক ভাষায় ২৪টি হরফের ব্যবহার করা হয়। তাই নতুন ধরনের সংখ্যা যদি ২৪ টির বেশি বেড়ে যায় তাহলে অন্য কোনো নাম পদ্ধতি প্রয়োগ করা হবে।

নতুন নামকরণ পদ্ধতি ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন এক টুইটে লিখেছেন, “নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা বা সে কথা জানানোর জন্য কোনো দেশের ওপর কালিমা লেপন করা উচিত নয়। ”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার নতুন এই নামকরণ পদ্ধতির ঘোষণা দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতে পাওয়া করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটিকে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ বলা নিয়ে এ মাসের শুরুতেই আপত্তি জানিয়েছিল দেশটির সরকার।

যে যে লেখায় বা পোস্টে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ কথাটি থাকবে, সেগুলো বাদ দিতে নয়া দিল্লির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষগুলোকে বলা হয়েছিল।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার