হোম > বিশ্ব

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি 

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের কারণে একধরনের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এর আগেও ঠিক এই দিনে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল দেশটিতে। প্রাণ হারায় কয়েক হাজার মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভূমিকম্প হয় দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার বা ৯ মাইল।

ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ইউএস প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র। তিন থেকে নয় ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই রাজধানী মেক্সিকো সিটির অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে।

মেক্সিকো সিটির মেয়র জানান, ভূমিকম্পে রাজধানীতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। মেক্সিকোতে ১৯৮৫ ও ২০১৭ সালের একই দিনে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল বলেও জানান তিনি।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয় দেশটিতে।

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

প্রেসিডেন্ট হিসেবে ৪০ বছর পূর্ণ করার পথে মুসেভেনি, কোন পথে উগান্ডা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী