হোম > বিশ্ব > এশিয়া

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বুলগেরিয়ান মনোবিজ্ঞানী বাবা ভাঙ্গা বলকান অঞ্চলে ‘নস্ত্রাদামুস’ নামেও পরিচিত। বাবা ভাঙ্গা আলোচিত ও পরিচিত মূলত তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য। বর্তমান সময়ে তাঁর কথাগুলো বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১৯৯৬ সালে বাবা ভাঙ্গার মৃত্যু হলেও তিনি ভবিষ্যদ্বাণী করেছেন একবিংশ শতাব্দী পর্যন্ত।

এই বছরের শুরুতে অর্থাৎ ২০২৫ সাল নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘বছরের শুরুতে একটি ভয়াবহ ভূমিকম্প হবে’। সম্প্রতি মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ হাজার ৭০০ মানুষ। এ ঘটনা আসলে কী প্রমাণ করে? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি তবে সত্য হচ্ছে?

এর আগেও তাঁর অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। যেমন বাবা ভাঙ্গা ৯/১১ হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল দুর্ঘটনা ও ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনাগুলোর পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয়।

২০২৫ সালে মিয়ানমারের ভূমিকম্প নিয়ে বাবা ভাঙ্গার যে ভবিষ্যদ্বাণী, যদিও এটির কোনো দালিলিক প্রমাণ নেই। কিন্তু এ ঘটনার পর তাঁর অন্যান্য ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের মধ্যে আবারও আলোচনা তৈরি হয়েছে। দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভাঙ্গার অন্যান্য ভবিষ্যদ্বাণীর মধ্যে রয়েছে ইউরোপে যুদ্ধ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়। তিনি আরও দাবি করেছেন, ২০২৫ সালে মানবতার পতন শুরু হবে এবং বিশ্ব আনুষ্ঠানিকভাবে ধ্বংস হবে ৫০৭৯ সালে।

বাবা ভাঙ্গা মানবজাতির অনিবার্য পতনের একটি সময়রেখাও দিয়েছেন—

২০২৫ সাল—ইউরোপে একটি বড় সংঘাত, ওই মহাদেশের জনসংখ্যার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

২০২৮ সাল—মানুষ শুক্র গ্রহে সম্ভাব্য শক্তির উৎস হিসেবে অন্বেষণ শুরু করবে।

২০৩৩ সাল—মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে।

২০৭৬ সাল—বিশ্বব্যাপী একাধিক দেশে কমিউনিজম হাওয়া বইবে।

২১৩০ সাল—মানবজাতি বহির্জাগতিক জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।

২১৭০ সাল—ব্যাপক খরা এই গ্রহের বিশাল অংশকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

৩০০৫ সাল—পৃথিবী মঙ্গল গ্রহের সভ্যতার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে।

৩৭৯৭ সাল—পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় মানুষ পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হবে।

৫০৭৯ সাল—পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

আরও খবর পড়ুন:

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান