হোম > বিশ্ব

সারা বিশ্বে ৫ শ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে: এএফপি

সারা বিশ্বে এখন পর্যন্ত পাঁচ শ কোটিরও বেশি করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ টিকা দেওয়া হয়েছে চীনে। অপরদিকে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ এবং যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

অন্যদিকে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গতি সঞ্চার হয়েছে। প্রথম এক শ কোটি টিকা দিতে সময় লেগে যায় প্রায় ১৪০ দিন। তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এক শ কোটি টিকা দিতে সময় লেগেছে মাত্র ২৬ থেকে ৩০ দিন। 

১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা দেওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি এক শ জনকে ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ হিসাবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে। 

উরুগুয়ের প্রতি এক শ বাসিন্দাকে ১৫৪ ডোজ, ইসরায়েলে ১৪৯ ডোজ, কাতারে ১৪৮ ডোজ, সিঙ্গাপুরে ১৪৭ ডোজ, বাহরাইনে ১৪৪ ডোজ, ডেনমার্কে ১৪৩ ডোজ, চিলিতে ১৪০ ডোজ, কানাডায় ১৩৯ ডোজ, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮ ডোজ করে, চীনে ১৩৬ ডোজ, স্পেনে ১৩৪ ডোজ, আয়ারল্যান্ডে ১৩৩ ডোজ ও যুক্তরাজ্যে প্রতি এক শ বাসিন্দাকে ১৩২ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

এদিকে বিশ্বব্যাপী গড়ে প্রতি এক শ বাসিন্দাকে ৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

কাশ্মীরে খাঁড়া উঠতে গিয়ে ২০০ ফুট খাদে ভারতীয় সাঁজোয়া যান, ১০ সেনা নিহত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো—বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর ট্রাম্প

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১

দাভোসে শান্তি পরিষদ সনদ স্বাক্ষর আজ, আমৃত্যু চেয়ারম্যান হতে পারেন ট্রাম্প

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

এবার সোমালিয়া-মিসরের সঙ্গে সামরিক জোট গঠনের পথে সৌদি আরব

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন