হোম > বিশ্ব

সারা বিশ্বে ৫ শ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে: এএফপি

সারা বিশ্বে এখন পর্যন্ত পাঁচ শ কোটিরও বেশি করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ টিকা দেওয়া হয়েছে চীনে। অপরদিকে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ এবং যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

অন্যদিকে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গতি সঞ্চার হয়েছে। প্রথম এক শ কোটি টিকা দিতে সময় লেগে যায় প্রায় ১৪০ দিন। তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এক শ কোটি টিকা দিতে সময় লেগেছে মাত্র ২৬ থেকে ৩০ দিন। 

১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা দেওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি এক শ জনকে ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ হিসাবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে। 

উরুগুয়ের প্রতি এক শ বাসিন্দাকে ১৫৪ ডোজ, ইসরায়েলে ১৪৯ ডোজ, কাতারে ১৪৮ ডোজ, সিঙ্গাপুরে ১৪৭ ডোজ, বাহরাইনে ১৪৪ ডোজ, ডেনমার্কে ১৪৩ ডোজ, চিলিতে ১৪০ ডোজ, কানাডায় ১৩৯ ডোজ, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮ ডোজ করে, চীনে ১৩৬ ডোজ, স্পেনে ১৩৪ ডোজ, আয়ারল্যান্ডে ১৩৩ ডোজ ও যুক্তরাজ্যে প্রতি এক শ বাসিন্দাকে ১৩২ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

এদিকে বিশ্বব্যাপী গড়ে প্রতি এক শ বাসিন্দাকে ৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল