হোম > বিশ্ব

চিঠি পাঠিয়েছিলেন ১৯৯৪ সালে, জবাব এল এ বছর

আজকের পত্রিকা ডেস্ক­

ক্লাস সেভেনে পড়ুয়া এলেইনা বেরেসফোর্ড। ছবি: বিবিসি

ক্লাস সেভেনে পড়ার সময় পানি নিয়ে এক প্রজেক্টে অংশ নিয়েছিলেন স্কটল্যান্ডের এলেইনা বেরেসফোর্ড। কাগজে একটি চিঠি লিখে কাচের বোতলে ভরে ভাসাতে হবে সাগরে—এমনই ছিল সেই প্রজেক্ট।

ক্লাসের অন্য সবার মতো এলেইনাও ছোট্ট একটি চিঠি লিখে তা বোতলে ঢুকিয়ে শিক্ষিকার হাতে দেন। শিক্ষিকার স্বামী তাঁদের সবার বোতলবন্দী চিঠি সাগরে ভাসিয়ে দেন।

১২ বছর বয়সে সেই চিঠি পাঠানোর পর স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের আরও বড় ক্ষেত্রে প্রবেশ করেন এলেইনা। হয়ে পড়েন আরও ব্যস্ত।

তবে এর মধ্যে কখনোই তিনি তাঁর বোতলবন্দী চিঠির জবাব পাননি। চিঠির উত্তরের আশা অনেক আগেই ছেড়ে দেন।

এলেইনা বেরেসফোর্ডকে লেখা পিয়া ব্রোডম্যানের চিঠি। ছবি: বিবিসি

সম্প্রতি এলেইনার নামে একটি পোস্টকার্ড আসে নরওয়ে থেকে। পড়ে দেখেন, সেটি আসলে সেই ১৯৯৪ সালে লেখা চিঠির জবাব!

এত বছর ধরে বোতলটি সাগরে ভেসে ছিল, আর তাতে থাকা চিঠি পানিতে ভেজেনি, উল্টো তা সহজে পড়া যাচ্ছে—এ যেন বিশ্বাস করতে পারছেন না ৪২ বছর বয়সী এই স্কটিশ। তাঁর হাতে শুধু চিঠির জবাবই আসেনি, এসেছে তাঁর সেই বোতলবন্দী চিঠির একটি ছবিও।

এলেইনা বিবিসিকে বলেন, তিন দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তাঁর লেখা চিঠি এতটা অক্ষত দেখে তিনি অবাক হয়েছেন। বিশ্বাসই হচ্ছে না, এটি আসলে তাঁর সেই পুরোনো চিঠি।

স্কুলপড়ুয়া এলেইনা চিঠিতে লিখেছিলেন, ‘প্রিয় প্রাপক, আমার নাম এলেইনা স্টিফেন। আমার বয়স ১২ বছর। আমি পোর্টনকিতে থাকি। আমি পানির ওপর একটি প্রকল্প করছি। এ জন্য বোতলে করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

‘আমার শিক্ষিকার স্বামী আমাদের চিঠিগুলো সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছেন। যখন তুমি চিঠিটি পাবে, দয়া করে আমাকে চিঠি লিখো। তোমার নাম, শখ এবং এই চিঠি কোথায় ও কবে পেলে আর সম্ভব হলে তোমার এলাকা সম্পর্কে কিছু লিখো। ইতি, এলেইনা স্টিফেন। পুনশ্চ: আমি স্কটল্যান্ড থেকে লিখছি।’

এলেইনা বেরেসফোর্ড। ছবি: বিবিসি

এলেইনা ৩১ বছর আগে লেখা সেই চিঠির জবাব পেয়েছেন পিয়া ব্রোডম্যান নামের এক জার্মানের কাছ থেকে। তিনি লিখেছেন, ‘আমার নাম পিয়া। আমি জার্মানিতে থাকি। আজ আমি নরওয়ের ভেগা অঞ্চলের ছোট্ট দ্বীপ লিসশেলেয়ায় তোমার বোতলবন্দী চিঠিটি খুঁজে পেয়েছি।

‘আমি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে চার মাসের জন্য সৈকত পরিষ্কারের কাজে এসেছি। আজ আমরা দ্বীপটি পরিষ্কার করেছি। পোস্টকার্ডের সামনের দিকে তুমি দেখতে পাবে আমাদের কাজের নৌকা নেমো এবং পালতোলা নৌকা ফন। এখানেই আমরা এখন থাকছি। আমি তোমার শিক্ষিকার স্বামী কবে এবং কোথায় এই বোতলটা সমুদ্রে ফেলেছিলেন, তা জানতে আগ্রহী।

‘পুনশ্চ: আমার বয়স ২৭। আমি পাহাড়ে চড়তে ও পালতোলা নৌকায় ঘুরে বেড়াতে খুব ভালোবাসি!’ যোগ করেন পিয়া।

এলেইনা বেরেসফোর্ডের সেই বোতলবন্দী চিঠি। ছবি: বিবিসি

এলেইনা বিবিসিকে বলেন, ‘আমি এখন আগের ঠিকানাতেই আছি। আগে স্কটল্যান্ডের বাকিতে থাকতাম। পোর্টনকির অন্য জায়গায়ও থেকেছি। পরে আমি মা-বাবার সঙ্গে শৈশবের বাড়িতে ফিরে আসি।’

চিঠিটি হাতে পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পিয়াকে খুঁজে বের করেন এলেইনা। তিনি তাঁকে তাঁর সেই বোতলবন্দী চিঠির ছবি পাঠানোর অনুরোধ করেন। পিয়া তাঁকে ছবি পাঠান।

ছবি দেখে এলেইনা বলেন, ‘পিয়ার পাঠানো ছবি দেখে আমি তো বিস্ময়ে হতবাক। চিঠিটা স্পষ্ট পড়া যাচ্ছে। এ আমি বিশ্বাসই করতে পারছি না। আমার মনে ছিল না, চিঠিটায় ঠিক কী লিখেছিলাম। এটুকু মনে আছে, সেটি মোরে কাপ বোতলে রাখা ছিল। আমার শিক্ষিকার স্বামী সে সময় জেলের কাজ করতেন। তিনিই সেটি সমুদ্রে ফেলেছিলেন।’

এলেইনা বলেন, ‘পিয়া আর আমি এখন নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি, ভবিষ্যতেও আমাদের মধ্যে যোগাযোগ থাকবে।’

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে ১০টির বেশি অত্যাধুনিক অস্ত্র নির্মাণ করছে চীন

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক