হোম > বিশ্ব

কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবির করেছে ৬৩৬ সংগঠন

চলমান জলবায়ু সম্মেলন কপ-২৭ এ অন্তত ৬ শতাধিক তদবিরকারী সংগঠন জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবির করেছে। যা কপ-২৬ সম্মেলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি। সব মিলিয়ে এবারের কপ-২৭ সম্মেলনে ৬৩৬টি সংগঠন বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানির হয়ে তদবির করতে এসেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে চলমান কপ-২৭ সম্মেলনে যোগ দিতে রেজিস্ট্রেশন করেছিল ৬৩৬টি তদবিরকারী সংস্থা। এর আগে, গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে এমন সংস্থার সংখ্যা ছিল ৫০৩টি। এই সম্মেলনে সবচেয়ে বেশি তদবিরকারী সংস্থা যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশবাদী গোষ্ঠী ও জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবিরকারীদের প্রভাবের বিরুদ্ধে প্রচারণা চালানো সংগঠন কিক বিগ পল্যুটারস বলেছে—কপ-২৭ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবরিকারীদের প্রভাব বিশ্বের শক্তিধর দেশ ও কমিউনিটির চেয়ে বেশি। আফ্রিকান দেশ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা করপোরেট গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে আটকা পড়ে গেছেন। 

এদিকে, পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট ট্রেস এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে জৈব জ্বালানি পোড়ানোর কারণে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে বলে দাবি করা হয় প্রকৃতপক্ষে তার চেয়ে ৩ গুণ বেশি নিঃসরিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ক্লাইমেট ট্রেসের প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বের গ্রিন হাউস নিঃসরণের বড় উৎসগুলোর মধ্যে ৫০ শতাংশই তেল ও গ্যাসক্ষেত্র। এসব খাতকে জবাবদিহির আওতায় আনার উপায় কম থাকার সুযোগে অনেক দেশই নিঃসরণের পরিমাণ কম দেখাচ্ছে। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার