হোম > বিশ্ব

কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবির করেছে ৬৩৬ সংগঠন

চলমান জলবায়ু সম্মেলন কপ-২৭ এ অন্তত ৬ শতাধিক তদবিরকারী সংগঠন জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবির করেছে। যা কপ-২৬ সম্মেলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি। সব মিলিয়ে এবারের কপ-২৭ সম্মেলনে ৬৩৬টি সংগঠন বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানির হয়ে তদবির করতে এসেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে চলমান কপ-২৭ সম্মেলনে যোগ দিতে রেজিস্ট্রেশন করেছিল ৬৩৬টি তদবিরকারী সংস্থা। এর আগে, গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে এমন সংস্থার সংখ্যা ছিল ৫০৩টি। এই সম্মেলনে সবচেয়ে বেশি তদবিরকারী সংস্থা যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশবাদী গোষ্ঠী ও জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবিরকারীদের প্রভাবের বিরুদ্ধে প্রচারণা চালানো সংগঠন কিক বিগ পল্যুটারস বলেছে—কপ-২৭ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির পক্ষে তদবরিকারীদের প্রভাব বিশ্বের শক্তিধর দেশ ও কমিউনিটির চেয়ে বেশি। আফ্রিকান দেশ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা করপোরেট গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে আটকা পড়ে গেছেন। 

এদিকে, পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট ট্রেস এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে জৈব জ্বালানি পোড়ানোর কারণে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে বলে দাবি করা হয় প্রকৃতপক্ষে তার চেয়ে ৩ গুণ বেশি নিঃসরিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ক্লাইমেট ট্রেসের প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বের গ্রিন হাউস নিঃসরণের বড় উৎসগুলোর মধ্যে ৫০ শতাংশই তেল ও গ্যাসক্ষেত্র। এসব খাতকে জবাবদিহির আওতায় আনার উপায় কম থাকার সুযোগে অনেক দেশই নিঃসরণের পরিমাণ কম দেখাচ্ছে। 

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন