হোম > বিশ্ব

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘বল প্রয়োগের’ ঘটনা ঘটতে দেবে না কোয়াড

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ধরনের ‘বল প্রয়োগমূলক’ ঘটনা ঘটতে না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই অঞ্চলের চার দেশের জোট কোয়াড। এ ছাড়া জোটবদ্ধ দেশগুলোর মধ্যকার সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতারা। 

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে এসেছে। 

বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশি অংশ নেন। তাঁরা কোভিড-১৯, সাইবার হুমকি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 

তবে এই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক-সামরিক সম্প্রসারণে বিরুদ্ধে একটি মৃদু ধাক্কা বলে বিবেচনা করছেন। 

এক যৌথ বিবৃতিতে এই চার পররাষ্ট্রমন্ত্রী মানবিক ত্রাণ-দুর্যোগে সহায়তা, আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ‘অস্থিতিশীল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের’ নিন্দাও জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, অনানুষ্ঠানিক কোয়াড জোট তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ শিকারে বিরুদ্ধে কাজ করতে তাঁদের সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটের সদস্যদেশগুলোর সমুদ্র সীমানা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণের ক্ষমতা বৃদ্ধি, নৌ ও বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সামুদ্রিক সুরক্ষা সহায়তা বাড়াতে সম্মত হয়েছি আমরা।’

উল্লেখ্য, এমন এক সময়ে কোয়াডের এই বৈঠক অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা করছে। 

ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র পরিত্যাগ করবে হামাস

ইসরায়েলের অস্ত্র মেলায় ইউরোপ-এশিয়ার ক্রেতাদের ভিড়, বিজ্ঞাপনে গাজা যুদ্ধ

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান

গাজায় ইসরায়েলি চর শাবাবকে যেভাবে হত্যা করা হয়, ফিলিস্তিনে উল্লাস

গাজা গণহত্যা থেকে মনোযোগ সরাতে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল: আল–শারা

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ২৩

চেরনোবিল পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত, তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া