হোম > বিশ্ব

ন্যাশনাল জিওগ্রাফিকসহ বন্ধ হয়ে গেল যেসব চ্যানেল

দক্ষিণ-পূর্ব এশিয়ার দর্শকেরা আর টেলিভিশনে তাঁদের প্রিয় ডিজনি চ্যানেলগুলো দেখতে পাবেন না। গত ১ অক্টোবর ওয়াল্ট ডিজনি কোম্পানি দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। টিভিতে আর তাই দর্শকেরা দেখতে পাবেন না বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল।

র‍্যাপলার ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলসহ স্টার মুভিজ, স্টার ওয়ার্ল্ড, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড, স্টার চাইনিজ মুভিজ, স্টার চাইনিজ চ্যানেল, বেবি টিভির সম্প্রচার ওয়াল্ট ডিজনি বন্ধ করেছে বলে জানিয়েছে মাই স্কাই ওয়েবসাইট।

চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের ঘোষণা প্রথম দেওয়া হয়েছিল ২০২৩ সালের জুনে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, ২০২০ এবং ২০২১ সালেও কয়েকটি ঘটনায় অনুমান করা হয়েছিল যে এমনটি ঘটতে যাচ্ছে। ২০২০ সালে তাইওয়ানে ডিজনি বন্ধ করে দেয় তাদের স্পোর্টস চ্যানেল। ২০২১ সালের সেপ্টেম্বরে ডিজনি বন্ধ করে দেয় ফক্স, ফক্স ক্রাইম, ফক্স লাইফ, এফএক্স এবং চ্যানেল ভিসহ কয়েকটি মুভি চ্যানেল।

দর্শকেরা অবশ্য  এখনো ডিজি প্লাস বা ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রাইব করে চ্যানেলগুলো দেখতে পারবেন। চীন ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে এই সুবিধা চালু রয়েছে।

ডিজনি ২০১৯ সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলকে কিনে নেয় ওয়াল্ট ডিজনি। এর পর থেকেই কর্মী ছাঁটাইসহ খরচ কমানোর বেশ কিছু ব্যবস্থা করা হয়। এর ফলে প্রায় শতাব্দী-দীর্ঘ উত্তরাধিকারের ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনও বন্ধ হয়ে যায় ২০২৩ সালের ২৮ জুন।

ডিজনির সাবস্ক্রাইবার সংখ্যা কমে যাওয়া, ডিজনির থিম পার্ক নির্মাণ বন্ধ হওয়ার সঙ্গে যোগ হয়েছিল পড়ার অভ্যাসের ধরন পাল্টে যাওয়া। প্রিন্ট মিডিয়ার চ্যালেঞ্জগুলোকেই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। আর এবার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আধিপত্যেই হয়তো একটি বড় অঞ্চলে শেষ হয়ে গেল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের যাত্রা; যাকে একটি যুগের সমাপ্তি বললে হয়তো অত্যুক্তি হবে না।

অস্তিত্বের সংকটে গাজা

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প