হোম > বিশ্ব

‘টুইটার এখন উগ্র বাম উন্মাদদের কবল থেকে সুস্থ লোকের হাতে’

ইলন মাস্কের টুইটার কেনাকে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ায় জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এবার ‘সুস্থ মস্তিস্কের মানুষের হাতে পড়েছে’। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমি খুবই খুশি যে, টুইটার বর্তমানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের হাতে পড়েছে। টুইটার এখন উগ্র বাম উন্মাদদের কবল থেকে সুস্থ লোকের হাতে, এই উন্মাদেরা সত্যিই আমাদের দেশকে ঘৃণা করে।’ 

টুইটারকে পরামর্শ দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘টুইটারকে এখন সব বট ও জাল অ্যাকাউন্টগুলো থেকে নিজেকে মুক্ত করতে কঠোর পরিশ্রম করতে হবে, যা এই প্রতিষ্ঠানটির ওপর খারাপ প্রভাব ফেলেছে। এতে হয়তো এটি অনেক ছোট হয়ে যাবে তবে আরও ভালো হয়ে উঠবে।’ 

এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন তা এখন পুরোনো খবর। নতুন খবর হলো চুক্তি সমাপ্ত হওয়ার পরপরই মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাখি মুক্ত হলো’। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পাখির মতো দেখতে টুইটারের লোগোকে ইঙ্গিত করেই ইলন মাস্ক এই টুইট করেছেন। এর অর্থ হতে পারে—তিনি টুইটার কেনার আগে টুইটার বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এখন তিনি টুইটার কিনে নেওয়ায় টুইটার মুক্তি লাভ করেছে।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ