হোম > বিশ্ব

বিশ্বে ফের বেড়েছে করোনার সংক্রমণ

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার। নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে দৈনিক মৃত্যুও। গত দিনে করোনায় মারা গিয়েছিল সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই দিনে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৩ লাখ ৮৩ হাজার। 

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন। 

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬২২–এ। এদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৫ লাখ ৩৪ হাজার ৩৮৭ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮২ হাজার ২৩৫ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ। 

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫২ হাজার ৮৭২ জন, রাশিয়ায় ৫২ লাখ ৮১ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ১০ হাজার ৮৯৩ জন, ইতালিতে ৪২ লাখ ৫০ হাজার ৯০২ জন, তুরস্কে ৫৩ লাখ ৫৯ হাজার ৭২৮ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ২৮ হাজার ৫৫৯ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৬৭ হাজার ৬৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১০ হাজার ৭০২ জন, রাশিয়ায় ১ লাখ ২৮ হাজার ৪৪৫ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৭ হাজার ৯৫৬ জন, ইতালিতে ১ লাখ ২৭ হাজার ২২৫ জন, তুরস্কে ৪৯ হাজার ৭১ জন, স্পেনে ৮০ হাজার ৬৫২ জন, জার্মানিতে ৯০ হাজার ৮৭৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩০ হাজার ৭৯২ জন মারা গেছেন। 

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক