হোম > বিশ্ব

পেলের জীবনাবসানে ব্রাজিলে ৩ দিনের শোক

ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। পেলে একমাত্র ফুটবলার, যিনি দেশের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন। ফুটবলের এই মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। এরই মধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। শুক্রবার শোক ঘোষণা করেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো। 

গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। সেখানেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পেলের শেষ ইচ্ছানুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখান থেকে আগামী সোমবার (২ জানুয়ারি) কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস স্টেডিয়াম প্রাঙ্গণে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ‘ফুটবলের রাজার’ মরদেহ ২৪ ঘণ্টা রাখা হবে স্টেডিয়ামের মাঠে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। কফিন নিয়ে যাওয়া হবে এর পার্শ্ববর্তী একটি সড়কে, যেখানে পেলের ১০০ বছর বয়সী মা কেলেস্তে থাকেন। এরপর পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হবে ‘ফুটবলের রাজাকে’। 

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরে জন্মগ্রহণ করেন ‘এডসন অ্যারান্টিস দো নাসিমেন্ত’ পেলে। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পেলের। গলির ফুটবলেই প্রতিভার প্রথম দেখা পাওয়া যায় তাঁর, যে প্রতিভা চোখে পড়ে সান্তোসের গ্রেট ওয়ালডেমার ডি ব্রিটোর। ১৫ বছর বয়সেই পেলেকে সান্তোসের ‘বি’ দলে যোগ দেওয়ান ব্রিটো। এখানেও সহজাত প্রতিভার স্ফুরণে এক বছরের মধ্যেই জায়গা করে নেন মূল দলে। ১৬ বছর বয়সে পেলের সান্তোসের মূল দলে অভিষেক হয়। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লীগে সান্তোসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। আর পেছন ফিরে তাকাতে হয়নি সর্বকালের সেরা এই ফুটবলারকে।

আরও পড়ুন:

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন