হোম > বিশ্ব

অবশেষে রোনালদো-জর্জিনার বাগদান, অবিশ্বাস্য দামের আংটি উপহার

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সেরেছেন। সম্প্রতি জর্জিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাগদানের খবর নিশ্চিত করেছেন। ছবিতে রোনালদোর দেওয়া বিশাল আকারের হিরার আংটি দেখিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, রোনালদোও তাঁর পাশে রয়েছেন।

সামাজিক মাধ্যমে আংটির ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই এর দাম নিয়ে শুরু হয় জল্পনা। বিভিন্ন গয়না বিশেষজ্ঞ এর দাম অনুমান করতে শুরু করেন। আংটিটি দেখতে প্রায় ৫ সেন্টিমিটার লম্বা এবং এর কেন্দ্রে একটি ডিম্বাকৃতির বিশাল হিরা রয়েছে। দুপাশে আরও দুটি ছোট হিরা বসানো।

গয়না বিশেষজ্ঞ ব্রায়নি রেমন্ডের মতে, মূল ডিম্বাকৃতির হিরাটির ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। অন্য বিশেষজ্ঞরা বলছেন, এটি অন্তত ১৫ ক্যারেটের। গয়নার প্রতিষ্ঠান ফ্রাঙ্ক ডার্লিংয়ের প্রতিষ্ঠাতা কেগান ফিশার জানিয়েছেন, আংটির পাশের দুটি হিরা সম্ভবত ১ ক্যারেট করে।

হিরার আকার ও মান বিবেচনা করে বিশেষজ্ঞরা আংটির দাম ২ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬.৮ কোটি থেকে ৪২ কোটি টাকা) পর্যন্ত নির্ধারণ করেছেন। লরেল ডায়মন্ডসের লরা টেইলর বলেছেন, আংটিটির সর্বনিম্ন দাম ২ মিলিয়ন ডলার। অন্যদিকে, রেয়ার ক্যারেটের সিইও অজয় আনন্দ এর দাম ৫ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন।

জর্জিনা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে রোনালদোর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে।’

ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করেছেন জর্জিনা। ছবি: ইনস্টাগ্রাম

রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে ডেট করছেন। মাদ্রিদে গুচির একটি শোরুমে কাজ করার সময় তাঁদের প্রথম পরিচয় হয়। ২০১৭ সালে জুরিখে ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এ একসঙ্গে উপস্থিত হয়ে তাঁরা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।

এই জুটির তিনটি সন্তান রয়েছে—আলানা মার্টিনা, বেলা এসমেরালদা এবং অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল জন্মের পরেই মারা যায়। এ ছাড়া, রোনালদোর আগের সম্পর্ক ও সারোগেসির মাধ্যমে আরও তিনটি সন্তান রয়েছে।

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন, কমেছে তেলের দাম

যেভাবে কপালে আঘাত পেয়েছেন মাদুরো ও তাঁর স্ত্রী

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান