হোম > বিশ্ব

পাকিস্তান বনাম ভারত: কোন দেশের পারমাণবিক অস্ত্র বেশি 

বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশের সংখ্যা ৯। এর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। ভারতীয় উপমহাদেশের দুই দেশ—ভারত ও পাকিস্তানের কাছে খুব বেশি পারমাণবিক অস্ত্র না থাকলেও যা আছে সেটা নেহাত কম না।

গতকাল সোমবার পারমাণবিক অস্ত্রের বিষয়াদি নিয়ে কাজ করা সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রভান্ডার আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এসআইপিআরআইর তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি নাগাদ বিশ্বে বর্তমানে ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র আছে বলে জানা গেছে, যার মধ্যে ৯ হাজার ৫৮৫টি ব্যবহারযোগ্য। এর মধ্যে ৩ হাজার ৯০৪টি পারমাণবিক অস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যুক্ত করা আছে। যেগুলো যেকোনো সময় হামলা চালাতে সক্ষম।

 
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তার মধ্যে ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে আছে ৪ হাজার ৩৮০টি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে ৩ হাজার ৭০৮টি অস্ত্র। অনুমান করা হয়, ব্রিটেনের কাছে আছে ২২৫টি পারমাণবিক অস্ত্র ও ফ্রান্সের কাছে ২৯০টি অস্ত্র।

ভারতীয় উপমহাদেশে পারমাণবিক অস্ত্রের মজুত আছে দুটি দেশের কাছে। দেশগুলো হলো—ভারত ও পাকিস্তান। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ১৭০টি। বিপরীতে ভারতের কাছে আছে ১৭২টি। অর্থাৎ, ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি আছে।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা