হোম > বিশ্ব > আফ্রিকা

দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ৫-জি নেটওয়ার্কে কেনিয়া

আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে ৫-জি নেটওয়ার্কে প্রবেশ করল কেনিয়া। মোবাইল নেটওয়ার্ক সাফারিকম কেনিয়ার চারটি শহরে এ কার্যক্রম শুরু করেছে। আগামী বছরের মধ্যে নয়টি শহরকে ৫-জি নেটওয়ার্কের আওতায় আনা হবে।

বিশ্বখ্যাত ব্যবসায়িক সংবাদ সাইট ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাফারিকমের প্রধান নির্বাহী পিটার নিগাওয়া গত সপ্তাহে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি এ কার্যক্রমকে ‘দেশের জন্য বিরাট মাইলফলক’ বলে উল্লেখ করেন। ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নোকিয়া এবং চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রযুক্তি নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে সাফারিকম।

আফ্রিকায় ২০২০ সালে প্রথম ৫-জি চালুর প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমটিএন ও ভোডাকম দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম শুরু করে। আফ্রিকার আরও ৫টি দেশে ৫-জির অভ্যন্তরীণ ট্রায়াল চলছে। এ দেশগুলো হলো- গ্যাবন, লেসোথো, নাইজেরিয়া, উগান্ডা ও মরক্কো। তবে এসব দেশে সাধারণ মানুষকে এখন পর্যন্ত এ নেটওয়ার্কের আওতায় আনা হয়নি।

কেনিয়া আফ্রিকান দেশ হিসেবে প্রথম দিকেই ৫-জি নেটওয়ার্কে প্রবেশ করলেও মহাদেশজুড়ে প্রযুক্তি কতটা সাড়া ফেলতে পারবে তা এখনি বলা যাচ্ছে না। এক্ষেত্রে বিনিয়োগকারী ও বাজার প্রস্তুতকারীরা কতটা সফল ভূমিকা পালন করতে পারবেন তা নিয়েও প্রশ্ন আছে।

তবে এ অঞ্চলে ৫-জি ব্যাপকভাবে গৃহীত হলে প্রযুক্তিখাতে বড় সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, ৫-জি হলো ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্কের জন্য পঞ্চম প্রজন্মের প্রযুক্তিগত মান। এটি ৪-জি ও লোয়ার ল্যাটেন্সির চেয়ে ১০০ গুণ বেশি গতিতে ডেটা সরবরাহ করে। প্রতি বর্গকিলোমিটারে ১০ লাখ ইলেক্ট্রনিক যন্ত্রকে ইন্টারনেট সংযোগ দিতে পারে ৫-জি নেটওয়ার্ক, যা ৪-জির তুলনায় এক লাখ গুণ বেশি। 

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ