হোম > স্বাস্থ্য

চোখের আঘাতে কী করবেন কী করবেন না

ডা. মো. আরমান হোসেন রনি

বিশুদ্ধ পানির ঝাপটা দিয়ে বেশি বেশি চোখ পরিষ্কার করলে ৯০ শতাংশ ক্ষেত্রে রক্ষা পাওয়া যায়।

চোখে আঘাত বলতে অক্ষিগোলক ও তার পাশের জায়গার আঘাতকে বোঝায়। চোখে বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে। এ কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আঘাতের কারণ
»    হঠাৎ খোঁচা লাগা
»    চোখে ধুলাবালি বা রাসায়নিক বস্তু ঢুকে যাওয়া
»    খেলাধুলা ও দুর্ঘটনা
»    এয়ারগান, পেলেট গান এবং পেন্ট বলের আঘাত
»    আতশবাজি বা ধোঁয়া 

প্রতিকার 
»    চোখে ধুলাবালি পড়লে
»    স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। 
»    চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার ওপর ওপরের চোখের পাতাটি টানুন। সব কণা অপসারণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের সহায়তা নিন। 
যা করবেন না
»    চোখ ঘষবেন না। এতে চোখের মণির ক্ষতি হতে পারে।
»    চোখে কিছু পড়লে 
»    সম্ভব হলে চোখ ঢেকে রাখুন। 
»    দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
»    চোখ ঘষবেন না।
»    চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।

চোখে রাসায়নিক ঢুকে গেলে
»    পানি দিয়ে চোখ পরিষ্কার করুন। 
»    সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন। 
»    অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ভোঁতা আঘাতের জন্য
»    হালকা করে ঠান্ডা কম্প্রেশন প্রয়োগ করুন। 
»    চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

যা করবেন না
»    ⁠চোখে চাপ দেবেন না।

বিপদ চিহ্ন
যা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে 
»    দৃষ্টি ঝাপসা লাগলে
»    চোখে প্রচণ্ড ব্যথা হলে
»    চোখ অনেক ফুলে গেলে
»    হঠাৎ সবকিছু দুটো করে দেখা শুরু করলে
»    কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।

লেখক: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে শিশুদের দুধ তুলে নিল নেসলে