হোম > স্বাস্থ্য

শিশুর জ্বর হলে

ডা. সৈয়দা নাফিসা ইসলাম

শিশুর জ্বর হলে বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে চিন্তিত হবেন না। কিছু বিষয় জেনে রাখুন, তাতে শিশুর যত্ন নেওয়া সহজ হবে। যেকোনো ভাইরাস জ্বর তিন থেকে পাঁচ দিন টানা ১০২ থেকে ১০৩ ডিগ্রি থাকতে পারে। কমলেও তা ১০১ ডিগ্রির নিচে নাও নামতে পারে। তাই জ্বর শুরু হওয়ার পরেই ‘জ্বর কমছে না কেন’ এই চিন্তা করা যাবে না। সংক্রমণ না থাকলে ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগে না। সংক্রমণের উৎস প্রকাশ পেতে অনেক সময় তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। 

জেনে রাখুন

  • জ্বর হলে সাধারণত শিশুরা খাওয়াদাওয়া ছেড়ে দেবে। এর প্রাথমিক কোনো চিকিৎসা নেই। শিশুকে অল্প অল্প করে পানি বা তরলজাতীয় খাবার অথবা শিশু যা খেতে চায় তাই খাওয়ান। শিশুর প্রস্রাব ২৪ ঘণ্টায় যেন অন্তত চার থেকে পাঁচ বার হয় সেটি খেয়াল রাখতে হবে। মুখে একদমই খেতে না পারলে, প্রস্রাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিঁচুনি হলে শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
  • হালকা জ্বরে তাপমাত্রা ১০০ থেকে ১০২ ডিগ্রি হলে প্রথমে সারা শরীর পানি দিয়ে মুছে দিতে হবে। সঙ্গে মুখে খাওয়ার ওষুধ। একবার ওষুধ খাওয়ানোর পর পুনরায় মুখে ওষুধ খাওয়াতে অন্তত চার থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে পায়ুপথে সাপোজিটর দিতে হলে অন্তত চার ঘণ্টা অপেক্ষা করতে হবে।
  • জ্বর ১০২ ডিগ্রির ওপরে গেলে তাড়াতাড়ি কমানোর জন্য পায়ুপথে সাপোজিটর ব্যবহার করতে পারেন। এতে জ্বর সাময়িকভাবে ১০২ ডিগ্রির নিচে নামলেও পুরোপুরি প্রথম তিন দিনে সেরে যাওয়ার সম্ভাবনা নেই।
  • জ্বরের ওষুধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে বা অ্যান্টিবায়োটিক খাওয়ালেই জ্বর ভালো হয়ে যাবে না। ভাইরাসের পরিমাণের ওপর কত দিন তা সক্রিয় থাকে এর ওপর জ্বরের স্থায়িত্ব নির্ভর করে।
  • ভেজা গামছা বা সুতি কাপড় দিয়ে শিশুর গা মুছে দিন ও ভালোভাবে ঘুমাতে দিন। ঘুমের মধ্যে জ্বর থাকলেও ঘুম ভাঙিয়ে ওষুধ খাওয়ানোর দরকার নেই।
  • ক্লিনিক্যাল থার্মোমিটারে শিশুর জ্বর ১০০ ডিগ্রি বা তার বেশি পেলেই জ্বরের ওষুধ খাওয়ান। না হলে নয়।
  • জ্বর হলে শিশুর একটু বমি হতে পারে। কিছু জ্বরের ওষুধ খেলেও শিশুর বমি হয়। এসব ক্ষেত্রে বমির ওষুধ দরকার নেই।
  • জ্বর সাত দিনের বেশি সময় ধরে হলে বা জ্বরের সঙ্গে শরীরে ব্যথা হলে বা শ্বাসকষ্ট বা অতিরিক্ত কাশি হলে শিশুকে বাড়িতে পর্যবেক্ষণ করতে পারেন। অন্য কোনো সমস্যা থাকলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। 

লেখক: কনসালট্যান্ট, শিশু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। চেম্বার: ডা. নাফিসা’স চাইল্ড কেয়ার শাহ মখদুম, আমানা হাসপাতাল, ঝাউতলী মোড়, লক্ষ্মীপুর, রাজশাহী। 

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

ঘুমের ঘোরে খাওয়া রহস্যময় ও জটিল এক স্বাস্থ্য সমস্যা

যে ছয় কারণে দীর্ঘস্থায়ী শুকনো কাশি হয়

ঠান্ডার সময় ব্যায়াম শুরু করার আগে

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে