হোম > স্বাস্থ্য

এবার মিলল এইচআইভির নতুন ধরন

এইচআইভি ভাইরাসের নতুন একটি ধরন পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নেদারল্যান্ডসে এই ধরনটি পাওয়া গেছে। তবে আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে এই ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন গবেষকেরা।

বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্সে এসংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ভিবি নামে এইডসের নতুন ধরনে আক্রান্তদের রক্তে অন্যান্য ধরনে আক্রান্তদের চেয়ে ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ গুণ বেশি ভাইরাস থাকে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত ধ্বংস করে।   

তবে গবেষণায় বলা হয়েছে,  চিকিৎসা শুরু হওয়ার পর অন্যান্য ধরনে আক্রান্তদের মতো ভিবি ধরনে আক্রান্তদের শরীরেও রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়।  

বার্তা সংস্থা এএফপিকে গবেষণাটির প্রধান লেখক অক্সফোর্ডের মহামারি বিশেষজ্ঞ ক্রিস উইম্যান্ট বলেন, এই নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

গবেষকেরা বলছেন, ৮০ ও ৯০-এর দশকে নেদারল্যান্ডসে নতুন ধরনটি ছড়ায়। তবে ২০১০ সালের পর এই ধরনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। 

গবেষণা দলের সদস্য ক্রিস্টোফ ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার গুরুত্বের ওপর জোর দেয়। এইচআইভির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে হবে।  তারপরে অবিলম্বে চিকিৎসা করা হবে।’

এই গবেষণা থেকে বোঝা যায় যে ভাইরাসগুলো আরও ভাইরাল হয়ে উঠতে পারে।  সম্প্রতি করোনার ক্ষেত্রেও এমন উদাহরণ পাওয়া গেছে। করোনার অতিসংক্রামক ডেলটার ভাইরাল ক্ষমতা অন্যান্য ধরনের চেয়ে বেশি ছিল।

গবেষকেরা জানান, ১০৯ জনের মধ্যে ভিবি ধরন পাওয়া গেছে, যাঁদের মধ্যে মাত্র চারজন ছিলেন নেদারল্যান্ডসের বাইরের। তবে তাঁরা পশ্চিম ইউরোপের।

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা