ঘুম থেকে উঠে ব্রাশ করছেন। হঠাৎ খেয়াল করলেন মাড়ি থেকে রক্তপাত হয়েছে। ভয় পাবেন না। মাড়ি থেকে রক্তপাত হওয়া খুবই স্বাভাবিক একটি রোগ। এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে এ রোগে ভোগেন। শুরুতেই ডেন্টিস্টের কাছে গেলে নিরাময় ও সহজে প্রতিকার পাওয়া সম্ভব।
- কারণ যা-ই হোক, সেটা শনাক্ত করে চিকিৎসা নেওয়া জরুরি। মাড়ির রোগ শুধু দাঁত নষ্ট করে, তা নয়। এটি হতে পারে অন্য জটিলতারও উপসর্গ।
- প্রতিদিন সঠিক নিয়মে সকালে ঘুম থেকে জেগে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো মানের পেস্ট ও ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। দীর্ঘদিন এক টুথব্রাশ ব্যবহার করবেন না।
- ডেন্টাল ফ্লস ব্যবহারের মাধ্যমে দুই দাঁতের মাঝখানে লেগে থাকা খাদ্যকণা দূর করতে হবে।
- নিয়মিত ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন আমলকী, কমলালেবু, বাতাবিলেবু, আমড়া ইত্যাদি।
- কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে হবে।
- ছয় মাস পরপর ডেন্টিস্টের পরামর্শ নিন।
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা।