হোম > স্বাস্থ্য

সহস্রাধিক হাসপাতালের লাইসেন্স নেই, হাইকোর্টে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে লাইসেন্সধারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে ১৫ হাজার ২৩৩টি এবং ১ হাজার ২৭টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্স নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে হাইকোর্টে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রতিবেদনের বিষয়টি আদালতকে অবহিত করেন। পরে হলফনামা আকারে তা দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, সারা দেশে লাইসেন্স ও লাইসেন্সহীন হাসপাতাল যে রয়েছে, তার তালিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে। আদালত হলফনামা করে দাখিল করতে বলেছেন। আর ১৮ ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানির জন্য রেখেছেন। 

রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ লাইসেন্স এবং লাইসেন্স ছাড়া হাসপাতালের তালিকা চেয়েছিলেন। নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তালিকা দাখিল করা হয়। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ।

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন