হোম > স্বাস্থ্য

বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন

জীবনধারা ডেস্ক

কখনো কখনো বসে থাকলে বুকের দিক থেকে একটা চিনচিনে ব্যথা প্রসারিত হয়ে পৌঁছে যায় পায়ের কাছে। আমার বয়স ৫৪। ডায়াবেটিস ও প্রেশার দুটোই আছে। কয়েক দিন থেকে ৩০ মিনিট করে নিয়মিত ব্যায়াম করছি। এ কারণে কি ব্যথা হচ্ছে? 

অরিন্দম শীল, যশোর

ধন্যবাদ প্রশ্নের জন্য।
দীর্ঘস্থায়ী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার একাধারে হার্ট ও পায়ের নার্ভে ক্ষতি করে আপনার মতো সমস্যা তৈরি করতে পারে।

তবে সাধারণত হার্ট-সংক্রান্ত সমস্যায় প্রাথমিক পর্যায়ে বিশ্রাম অবস্থায় বুকের ব্যথা হয় না। তাই ব্যায়াম করার কারণে এমন হচ্ছে, সেটা ধারণা করা যায়।

তারপরও একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞের পরামর্শমতো চলুন। সেটাই ভালো হবে।

ডা. মো. মনিরুল ইসলাম ফাহিম, রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে গত বছরের আগস্ট মাসে। তখন থেকে তিনবার প্লাস্টারও করা হয়েছে। কিন্তু মাঝেমধ্যে হাঁটার সময় ব্যথা অনুভব করছি। এখনো ফুলে আছে। এর সমাধান কী? উল্লেখ্য, আমার ওজন ১০৪ কেজি।

বদরুল ইসলাম, ঢাকা

ধন্যবাদ প্রশ্নের জন্য।
সমস্যা শুনে ধারণা যাচ্ছে যে আপনার পায়ের গোড়ালির অ্যান্টেরিয়র ট্যালো-ফিবুলার লিগামেন্টে ইনজুরি হয়েছে। প্রথমত, আপনার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। তাই ওজন কমিয়ে ও ক্রাচ ব্যবহার করে আহত জায়গায় ভার কমিয়ে দেখা যেতে পারে যে ব্যথা ও ফোলা কমে কি না। তাতেও কাজ না হলে লিগামেন্ট রিকনস্ট্রাকশন অপারেশনের প্রয়োজন হতে পারে।

ডা. মালিহা আহমেদ, মেডিকেল অফিসার, অর্থোপেডিকস, মা ও শিশু মেডিকেল কলেজ, চট্টগ্রাম

মানসিক
কখন বা কোন পরিস্থিতিতে বোঝা যাবে মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছি? করোনার পুরো সময়ে এত পরিচিত মানুষের মৃত্যু দেখেছি যে তার পর থেকে আমি কিছুটা অস্বস্তির মধ্যে আছি। এখন মৃত্যুচিন্তা হয় শুধু। মনে হয়, কোনো একদিন বাসায় মরে পড়ে থাকব। কেউ আমার খোঁজ পাবে না। আমি কি মানসিক সমস্যায় আক্রান্ত? হলে করণীয় কী?

মীর শাহনেওয়াজ, বরিশাল

ধন্যবাদ লেখার জন্য।
মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন কি না, সেটা চিকিৎসক নির্ধারণ করবেন।
মৃত্যুভয় আমাদের মধ্যে কমবেশি সবারই থাকে। করোনাকালীন ক্রান্তিকাল আমাদের এই ভয়কে আরও উসকে দিয়েছে নিঃসন্দেহে। এখানে খেয়াল করার বিষয় হলো, এই ভয় প্রাত্যহিক জীবনযাপনে জটিলতা তৈরি করছে কি না। যদি করে থাকে, তবে সেটা কতটুকু? আপনি এখানে লিখেছেন, কিছুটা সমস্যার মধ্যে আছি। সমস্যাগুলো কী, সেগুলো বিস্তারিত না জেনে মন্তব্য করা সম্ভব নয়। সেই সঙ্গে সমস্যাগুলো কোনো রকম শারীরিক লক্ষণ তৈরি করছে কি না, সেটা বিশ্লেষণের পর বলা সম্ভব, কী হচ্ছে মনোজগতে। কারণ আমাদের শারীরিক ও মনোসামাজিক যোগাযোগ অতি নিবিড়। 
আপনি যেহেতু সচেতন আছেন বিষয়টি নিয়ে, তাই প্রয়োজন বোধ করলে কাছেপিঠে কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এতে আপনি নিজেই সুস্থ থাকবেন। 

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন