হোম > স্বাস্থ্য

অ্যানাটমিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২০২১ সালে প্রণীত এমবিবিএস কারিকুলামের অ্যানাটমি আরও ক্লিনিক্যাল ব্যবহার এবং বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিতের দাবিতে অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের দুইদিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা ও পোস্টার প্রেজেন্টেশন কক্সবাজারের একটি হোটেলে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন- কর্মশালার মূল বিষয়বস্তু হচ্ছে ২০২১ সালের কারিকুলামের সিদ্ধান্তসমূহ যেনো একসঙ্গে সবগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে একই পদ্ধতিতে শিক্ষাদান এবং পরীক্ষা গ্রহণ করা হয়। তাহলে দেশে আরও সুযোগ্য এবং মানসম্মত চিকিৎসক তৈরি করা সম্ভব হবে। এই কর্মশালায় সমগ্র বাংলাদেশের মোট ১১৭টি মেডিকেল কলেজ (৬টি আমি মেডিকেল কলেজসহ) থেকে মোট ১৩২ জন অ্যানাটমির বিশেষজ্ঞ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট এনাটমিস্ট অধ্যাপক খন্দকার মাঞ্জারে শামীম, অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক শামীম আরা, সাধারণ সম্পাদক ডা. এএইচএম মোস্তফা কামাল, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. রোকসানা আহমেদ। 

পোস্টার প্রেজেন্টেশনের সময় অ্যাডভান্স অ্যানাটমির বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। যা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের অ্যানাটমিস্টদেরকে আরও চৌকশ করে তুলবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে অন্যতম ছিল অ্যানাটমির ইতিহাস, অর্গান ডোনেশন, ভ্রুনবিদ্যা, জেনেটিক্স ইত্যাদি। 

এই কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো বিশেষঞ্জ অ্যানাটমিস্টদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে তাদের কাছ থেকে আরও নতুন নতুন পঠনমূলক পরামর্শ সংগ্রহ করা। যা উঠে এসেছে সম্প্রতি শেষ হয়ে যাওয়া ১ম পেশাগত এমবিবিএস পরীক্ষা ২০২৩ এর অ্যানাটমি বিষয়ক পরীক্ষা থেকে। 

ফলে পরবর্তী পরীক্ষাসমূহ আরও ফলপ্রসূভাবে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা ওরিয়েন্টেড হবে, দৈনন্দিন আরও ক্লিনিক্যাল কার্যে ব্যবহার্য অ্যানাটমির বিভিন্ন বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্পর্ক জ্ঞান লাভ করবে।

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন