হোম > স্বাস্থ্য

শিশুর র‍্যাশ উঠলে কী করবেন

ফিচার ডেস্ক

বৃষ্টি আর স্যাঁতসেঁতে আবহাওয়ায় মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয় শিশুর। এর মধ্যে শরীরে র‍্যাশ অন্যতম। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার বিরূপ প্রভাব, ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের সংক্রমণ, অ্যালার্জিক রি-অ্যাকশন, ফুড অ্যালার্জি ইত্যাদি কারণে ত্বকে র‌্যাশ হতে পারে।

লক্ষণ 
ত্বকের কোনো কোনো জায়গা 

  • লাল হয়ে যাওয়া
  • চুলকানো 
  • ফুলে যাওয়া
  • ফুসকুড়ি ওঠা। 

প্রতিকার

  • শিশুর ত্বক শুকনো রাখুন। ত্বক ভালো করে মুছে ময়শ্চারাইজার ও গরমের সময় ল্যাক্টোক্যালামাইন ব্যবহার করতে পারেন।
  • শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার সুতির জামাকাপড় পরান। সিনথেটিক কিংবা আঁটসাঁট পোশাক পরানো থেকে বিরত থাকুন। 
  • বৃষ্টিতে ভিজলে সাধারণ পানি দিয়ে শরীর মুছে দিয়ে শুকনো পোশাক পরিয়ে দিন। 
  • র‌্যাশ হলে সব ধরনের প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • নিয়মিত শিশুর নখ কেটে দিন। নখে ময়লা জমতে দেবেন না। নখ দিয়ে চুলকালে র‌্যাশ বাড়ে।
  • পায়ে র‌্যাশ হলে খোলা স্যান্ডেল পরান। 
  • খালি পায়ে মাটিতে নামাবেন না।
  • বিছানার চাদর, বালিশের কাভার, কাঁথা, লেপ, তোশক ইত্যাদি শুকনো ও পরিষ্কার রাখার চেষ্টা করুন। 

সতর্কতা 
শিশুকে অতিরিক্ত গরম পানিতে গোসল না করিয়ে সাধারণ তাপমাত্রার পানিতে গোসল করাতে হবে। ঠান্ডা লাগলে কুসুম গরম পানি পান করতে দিতে পারেন। র‌্যাশের ধরন যেমন আলাদা, এর চিকিৎসাও আলাদা হবে। র‍্যাশ দীর্ঘদিন থাকলে এবং জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে শিশুদের দুধ তুলে নিল নেসলে