হোম > স্বাস্থ্য

২৫তম বিসিএস‌ স্বাস্থ্য ফোরামের যাত্রা শুরু, নেতৃত্বে করিম ও সাখাওয়াত

ডা. আবদুল করিম মিঠু ও ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠু। ছবি: সংগৃহিত

জনপ্রশাসন সংস্কারের উদ্যোগে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ২৫টি ক্যাডারের দ্বন্দ্বের মধ্যে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা সংগঠিত হচ্ছে। এর মধ্যে ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন।

গতকিাল সোমবার (৬ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে নাক-কান-গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবদুল করিম মিঠুকে ‘২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরাম’র আহ্বায়ক এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের একাডেমিক রেজিস্ট্রার ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া নাক-কান-গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম চৌধুরী প্রথম যুগ্ম আহ্বায়ক ও ইউরোলজির সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবীর হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

চিকিৎসক পেশাজীবী নেতা ডা. মেহেদি হাসানের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিটি গঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ফোরাম ক্যাডার বৈষম্য নিরসন, স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত ও দ্রুত পদোন্নতি ও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে।’

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

ঘুমের ঘোরে খাওয়া রহস্যময় ও জটিল এক স্বাস্থ্য সমস্যা

যে ছয় কারণে দীর্ঘস্থায়ী শুকনো কাশি হয়

ঠান্ডার সময় ব্যায়াম শুরু করার আগে

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ