হোম > স্বাস্থ্য

করোনার অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম

প্রথমবারের মতো করোনাভাইরাসের অ্যান্টিবডি নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক হাসপাতালে জন্ম নেওয়া ওই শিশুর বিষয়ে  চিকিৎসকরা জানিয়েছেন, মা অন্তঃসত্ত্বা অবস্থায় মডার্নার কোভিড ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছিলেন।
 
মার্কিন শিশু বিশেষজ্ঞদের অপ্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করো হয়েছে। নিবন্ধটি পিয়ার-রিভিউয়ের অপেক্ষায় আছে।
 
ওই নিবন্ধে বলা হয়েছে, ওই নারীর গর্ভের বয়স যখন ৩৬ সপ্তাহ তখন তিনি মডার্নার ভ্যাকসিন নেন।  ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর একটি সুস্থ কন্যা শিশুর জন্ম দেন তিনি। নবজাতকের রক্ত পরীক্ষা করে দেখা যায়, তার দেহে করোনার অ্যান্টিবডি রয়েছে।
 
 নিবন্ধটির সহ-লেখক ফ্লোরিডার আটলান্টিক ইউনিভার্সিটির পল গিলবার্ট এবং চ্যাড রুডনিক বলেন,  আমাদের জানামতে করোনাভাইরাসের অ্যান্টিবডি নিয়ে শিশু জন্মানোর প্রথম ঘটনা এটি।  আমরা শিশুটির নাড়ি পরীক্ষা করে দেখছি যে মায়ের অ্যান্টিবডিই তার দেহে প্রবেশ করেছে কিনা, যেমনটি অন্তঃসত্ত্বা অবস্থায় অন্য ভ্যাকসিন নিলেও আমরা দেখি।
 
তবে শিশুরা মায়ের কাছ থেকে পাওয়া এই অ্যান্টিবডির কারণে করোনা থেকে সুরক্ষা পাবে কিনা তা নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকরা।
 
অবশ্য গত সপ্তাহে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কয়েকজন প্রসূতির ওপর গবেষণার ভিত্তিতে দাবি করেছে, মায়ের কাছ থেকে শিশু করোনাভাইরাসের অ্যান্টিবডি পায় এবং সেটি তাকে যথেষ্ট সুরক্ষা দিতে পারে।
 
সূত্র: বিবিসি

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন