হোম > স্বাস্থ্য

করোনায় মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে

জবি প্রতিনিধি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ। এ কারণে শিক্ষাবিমুখ হয়ে আছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন অনলাইনে ক্লাস হলেও হয়নি পরীক্ষা। সেশনজটসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই অবস্থায় শিক্ষকদের উচিৎ তাঁদের পাশে দাঁড়ানো।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি ওয়েবিনারে এ কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদ ‘কোভিড-১৯: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন’ বিষয়ক শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জবি উপাচার্য। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রথম বক্তা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার ভাবনা এবং করণীয় বিষয়ে আলোচনা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের সহকারী পরিচালক ও মনোবিজ্ঞানী ইফরাত জামান করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, এই কঠিন সময়ে আবদ্ধ অবস্থায় দিন পার করছে শিক্ষার্থীরা। সময় পার করতে শিক্ষার্থীরা অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছে। একটুতেই অস্বাভাবিক আচারণ করে বসছে। এটা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণেই ঘটছে। এ থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে সচেতন হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক বুশরা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা ওয়েবিনারে যুক্ত ছিলেন।

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন