হোম > স্বাস্থ্য

ঘাড়ের ব্যথা দূর করতে

ডেস্ক রিপোর্ট

বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। কেন ব্যথা হচ্ছে, সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও সহযোগিতায় নির্ণয় করে চিকিৎসা নিতে হবে। তবে কিছু কাজ আপনার ঘাড়ের ব্যথা দূর করতে সহায়তা করতে পারে। নিয়মিত এ কাজগুলো করতে থাকলে ঘাড়ের ব্যথা থেকে মুক্ত থাকা সহজ হবে। 

■    দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে কাজ করবেন না।
■    মাথার ওপর ওজন নেবেন না।
■    প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে।
■    শক্ত বিছানায় ঘুমাতে হবে।
■    শোয়ার সময় একটা মধ্যম আকারের বালিশ ব্যবহার করবেন, যার অর্ধেক অংশে মাথা এবং বাকি অংশ ঘাড়ের নিচে দেবেন।
■    তীব্র ব্যথা কমে গেলেও ঘাড় নিচু বা উঁচু করা, মোচড়ানো বন্ধ করতে হবে।
■    অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা যাবে না।
■    সেলুনে কখনোই ঘাড় মটকাবেন না। 
■    কাত হয়ে শুয়ে দীর্ঘক্ষণ পড়া বা টেলিভিশন দেখবেন না।
■    কম্পিউটারে কাজ করার সময় মনিটর চোখের লেভেলে রাখবেন।
■    গরম প্যাড, গরম পানির বোতল দিয়ে গরম সেঁক দিন। 
■    ঘাড়ের পেশি নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে। 
■    ভ্রমণের সময় গলায় সার্ভাইক্যাল কলার ব্যবহার করবেন।

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা