হোম > স্বাস্থ্য

রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: উপাচার্য ডা. শাহিনুল আলম

আজকের পত্রিকা ডেস্ক­

বিএসএমএমইউতে বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন। গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল বিষয় মেনে চলুন। গবেষণা কার্যক্রম যাতে নতুন জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখুন।

আজ বুধবার বিএসএমএমইউতে বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ এর আয়োজন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, অধ্যাপক ডা. ফারিহা হাসিন, অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. মো. আবু তাহের, ডা. বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন।

রেইনবো ডায়েট কী, সুস্বাস্থ্যের জন্য কেন দরকারি

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

শীতে থাইরয়েড রোগীরা যা করবেন

সবজির পুষ্টিগুণ পাওয়ার সঠিক উপায়

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন