নিউমোনিয়া শব্দটি শিশুর অভিভাবকের জন্য একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে। আসলেই এটি শিশুর জন্য একটি গুরুতর অসুস্থতা, যা মূলত ফুসফুসে সংক্রমণজনিত রোগ। এই সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়ার কারণেই হয়। তবে অন্যান্য জীবাণুঘটিত সংক্রমণও দুর্লভ নয়।
শিশুদের নিউমোনিয়ার লক্ষণ
তিন-চার মাস থেকে দুই-তিন
বছর বয়সী শিশুদের মাঝে এ লক্ষণগুলো দেখা যায়। বয়সে বড় শিশুদের নিউমোনিয়ার লক্ষণ অনেকটা বড়দের মতোই। একটি সুস্থ ও সবল শিশুর সহজে নিউমোনিয়া হয় না। খুব ঠান্ডা লেগে গেলে বা হামজাতীয় কোনো অসুখ থেকে সেরে ওঠার সময় জটিলতা হিসেবে নিউমোনিয়া দেখা দিতে পারে।
প্রতিরোধে যা করবেন
লেখক: আবাসিক মেডিকেল অফিসার, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া, রংপুর