হোম > স্বাস্থ্য

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মানিকগঞ্জের এই যুবক নিপাহ আক্রান্ত হওয়ার আগে কাচা খেজুরের রস পান করেন। নিপাহ আক্রান্ত হয়ে চলতি বছর এটাই প্রথম মৃত্যু।

আজ রোববার বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মৃত বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। ১৫ দিন আগে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পুটাইল ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ জানান, ১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিনগত রাত ১২টার তাঁর মৃত্যু হয়। রোববার বেলা ১১টার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রোগীর নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকেই নিপাহ নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, বিষয়টি এখনো ইনভেস্টিগেশন শেষ হয়নি।

নিপাহ ভাইরাসের সংক্রমণ: মৃত্যুহার বেড়ে শতভাগে উঠেছে

বিশ্ব কুষ্ঠ দিবস: বছরে শনাক্ত ৩ হাজারের বেশি নতুন কুষ্ঠ রোগী

মাদকাসক্তদের এক-তৃতীয়াংশ ৭ থেকে ১৭ বছর বয়সী, গাঁজা ব্যবহার সবচেয়ে বেশি: জরিপ

বিশ্বে সর্বোচ্চ বেতন পেয়েও কেন পেশা ছাড়ছেন মার্কিন চিকিৎসকেরা

দাঁত সুরক্ষায় ভুল ধারণা এবং সঠিক পরিচর্যা

রক্তে শর্করা নিয়ন্ত্রণের চাবিকাঠি আঁশযুক্ত খাবার

কোন খাবার ফ্রিজে রাখবেন না

অতিরিক্ত স্ক্রিনটাইমের সমাধান ডিজিটাল ডিটক্স

র‍্যামজি হান্ট সিনড্রোমের লক্ষণ ও চিকিৎসা

নীলফামারীতে হাসপাতাল প্রকল্প: উত্তরের চিকিৎসাসেবার নতুন দিগন্তের সম্ভাবনা