হোম > স্বাস্থ্য

শিশুর আচরণগত সমস্যাকে প্রশ্রয় নয়

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া

প্রায় সব অভিভাবকই অভিযোগ করেন, ‘শিশু কথা শুনতে চায় না।’ এটা নতুন কিছু নয়। শিশুকে কথা শোনানোর ক্ষেত্রে বাবা–মায়ের ভূমিকা কী, তা নিয়ে আমরা কতটা ভাবি? প্রায় সব বাবা–মা সন্তানকে বোঝান যে তার জন্য যা করছেন সবই নিঃস্বার্থভাবে। কিন্তু সন্তানও কি তা–ই অনুভব করছে? বাবা–মায়ের আচরণে সন্তান কি মনে করছে যে পরীক্ষায় ভালো না করলেও মা বা বাবা তাকে ভালোবাসবে? সন্তান কি তার রাগ, দুঃখ, ভয়, আনন্দ অকপটে অভিভাবককে বলতে পারছে? যদি বলতে না পারে, সেখানে অবশ্যই আপনাকে একজন অভিভাবক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এর জন্য মানসিক ও সামাজিক বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

মানসিক দিক থেকে প্যারেন্টিং বা সন্তান লালন হলো একটি জ্ঞান আহরণের পদ্ধতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আঠারো বছর বয়স পর্যন্ত একজনকে শিশু হিসেবে ধরা হয়। এর মধ্যে প্রথম পাঁচ বছর খুব গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের ঘাটতি, যত্নের অভাব, আত্মসম্মান নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি ঘটনার বীজ পরিবারের মাধ্যমেই শৈশবে শিশুর মনে রোপণ হয়ে যায়। 
প্রশ্ন উঠতে পারে, বাবা–মা বা অভিভাবক হিসেবে কি তাকে শাসন করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু সে ক্ষেত্রে ফল যেন ইতিবাচক হয়। ইতিবাচক প্যারেন্টিংয়ে শিশু আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হবে। অন্যকেও সম্মান করতে শিখবে। পরিণতিতে বাবা–মায়ের সঙ্গে শিশুর সম্পর্কসহ অন্যান্য পারিবারিক ও সামাজিক সম্পর্কও ভালো থাকবে।

সন্তানকে ইতিবাচক প্রক্রিয়ায় বড় করার ক্ষেত্রে শিশুকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না। এতে তার আত্মবিশ্বাস কমে যাবে। তুলনা অবশ্যই করা যাবে, কিন্তু তা করতে হবে শিশুর নিজের সঙ্গে। যেমন—আগের পরীক্ষায় কম নম্বর পেলে এই পরীক্ষায় শিশুটি কতটুকু বেশি নম্বর পেল, সেটাই হবে তুলনা। কখনোই অন্যের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ প্রত্যেকের মেধা ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, বেড়ে ওঠার পরিবেশ আলাদা হতে পারে, আগ্রহের বিষয় আলাদা হতে পারে।

সামাজিক দিক থেকে দেখলে সন্তানের আচরণগত সমস্যাসহ তার অস্তিত্বকে গুরুত্ব দিতে হবে। তার আচরণগত সমস্যা যদি থাকে, তবে সন্তানকে সেই সমস্যা সম্পর্কে সচেতন করে সংশোধনে সহায়তা করতে হবে। কিন্তু কোনোভাবেই আচরণগত সমস্যার বিষয়টি সন্তানের হাতে ছেড়ে দেওয়া যাবে না।

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন