ডায়াবেটিস রোগীদের সুস্থ মানুষের মতো পায়ের সংবেদন বা সেনসেশন থাকে না। তাই পায়ে সামান্য আঘাত বা ক্ষতের কারণে হতে পারে বিপত্তি। এমনকি পা কেটে ফেলতেও হতে পারে। এসব রোগীর পায়ের যত্ন নিতে বলা হয়ে থাকে মুখের চেয়ে বেশি। শীতকালে আমরা সবাই ত্বকের যত্নে আরও সতর্ক হই। এ সময় ডায়াবেটিস রোগীদেরও পা ফাটা বেড়ে যায়। তাই এ সময় পায়ের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে তাঁদের।
পায়ের যত্নে করণীয়
চিকিৎসকের কাছে কখন
ঝুঁকিপূর্ণ পায়ের লক্ষণ
লেখক: হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল