ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর (স্বাস্থ্য সেবা) করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার প্রিভিলেজ কার্ডের আওতাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাবৃন্দদের জন্য ডিসকাউন্ট সুবিধা পাওয়ার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের সঙ্গে এ সমঝোতা চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান (চলতি দায়িত্ব), জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন ও জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান, সহকারী ব্যবস্থাপক (মিডিয়া ও বিপণন), হিরো মিয়া, সাদ আব্দুল্লাহ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এখন থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাবৃন্দ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ৬% থেকে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।