হোম > স্বাস্থ্য

চলতি বছর ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। 

আহমেদুল কবীর বলেন, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত যারা মারা যাচ্ছে, অধিকাংশই শেষ পর্যায়ে গিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। মোট মৃত্যুর ৪৮ জনই মারা গেছে ভর্তির তিন দিনের মধ্যে। এ ছাড়া তিন থেকে ছয় দিনের মধ্যে ১৮ জন, ছয় থেকে নয় দিনের মধ্যে ছয় জন এবং ৯ থেকে ৩০ দিনের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৪০ থেকে ৫০ বছর বয়সীদের। ঢাকা মহানগর ছাড়া সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে। এবার পুরুষের চেয়ে নারী মৃত্যুর হার বেশি দেখা গেছে। 

আক্রান্তদের সিংহভাগের বয়স ২০ বছর। আক্রান্তে ঢাকার পর কক্সবাজারে সর্বোচ্চ ১ হাজার ৩৬৮ জন বলেও জানান তিনি। 

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা