হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু এখন সারা বছরের রোগ। বিশেষজ্ঞদের মতে, মশকনিধন ও রোগী ব্যবস্থাপনায় অবহেলার কারণে দুই দশকেও ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি বাংলাদেশ। ফলে এই শীতেও ডেঙ্গু ছড়াচ্ছে, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে রোগীদের। গতকাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে চলতি বছরে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ক হালনাগাদ রিপোর্টে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের তথ্য বলছে, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অন্যজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে মোট ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮৬ জন রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯২৫ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে। ওই মাসে ১৯ জন চিকিৎসাধীর রোগীর মৃত্যু হয়। আর জুলাইয়ের দশ দিনে মারা গেছেন ১২ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ের ১০ দিনে ৩ হাজার ৬৩৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন ও জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এ মে মাসে তিন জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ। ওই বছর হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী। মারা যায় ১ হাজার ৭০৫ জন। গত বছর ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগীর বিপরীতে মারা গেছেন ৫৭৫ জন।

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে শিশুদের দুধ তুলে নিল নেসলে