দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন পুরুষের (৪৬) মৃত্যু হয়েছে। আর নতুন করে ৩৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন বরিশালের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে।
এ ছাড়া ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৯ জন ভর্তি হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুন মাসে ১৯ এবং সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (জুলাই) একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ডেঙ্গুতে মারা যাওয়া রোগী রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
চলতি বছর এখন পর্যন্ত ১০ হাজার ৬৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৪০৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসাপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩২২ জন।