হোম > স্বাস্থ্য

চিকিৎসা–সহায়তায় ‘হসপিটালিন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সহজে ও অল্প সময়ে গুরুতর রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করতে সহায়তা করবে হসপিটালিন অ্যাপ। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, কোনো হাসপাতালে শয্যা বা আইসিইউ শয্যা খালি আছে কি না—এসব তথ্য জানতে কাজে লাগবে অ্যাপটি। এ ছাড়া অ্যাপের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগও করা যাবে প্রয়োজনীয় মুহূর্তে।

অ্যাপের ‘ফাইন্ড ডক্টর’ অপশনে পাওয়া যাবে ‘ইমার্জেন্সি ডক্টর’ বাটন চেপে। সেখানে ক্লিক করে জানা যাবে আশপাশে কোন কোন চিকিৎসক চিকিৎসাসেবা দিতে প্রস্তুত আছেন। ‘স্পেশালিস্ট’ বাটনে ক্লিক করলে বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা পাওয়া যাবে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে অডিও বা ভিডিও কলে কথা বলে প্রেসক্রিপশনসহ যাবতীয় চিকিৎসা পরামর্শ নেওয়া যাবে। চিকিৎসা নেওয়ার আগে জানা যাবে হাসপাতালের অবস্থান, পথের নির্দেশনাসহ নির্দিষ্ট চিকিৎসকের চেম্বারের অবস্থান, ফিসহ সব তথ্য।  

ইতিমধ্যে হসপিটালিন ৩ হাজার ৩০০–এর বেশি চিকিৎসকের কাছে পৌঁছে গেছে। অ্যাপটির কারিগরি দিক দেখছেন ড. জুবায়ের আহমেদ। তিনি বলেন, অ্যাপটি দিয়ে চিকিৎসক নিজেই তাঁর রোগীদের সিরিয়াল রক্ষা করতে পারবেন। রোগীদের রোগের ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা করতে পারবেন। অ্যাপটি তৈরি করেছেন চার বন্ধু মিলে। তাঁদের একজন আশরাফ আসাদ বলেন, ‘কোভিড ১৯ মহামারিতে হাসপাতালে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি এবং এর একটা সমাধান চেয়েছি। হসপিটালিন অ্যাপটি হলো সেই সমাধান। ভবিষ্যতে অ্যাপের মাধ্যমে সারা দেশে অ্যাম্বুলেন্স–সেবা, ফার্মেসি ও ওষুধ সরবরাহসেবা, নার্স–সেবা পৌঁছে দিতে চাই।’

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান