হোম > স্বাস্থ্য

শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া উঠে গেলে করণীয় কী

শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ওঠা রোগকে বলে সোরিয়াসিস। এটি একধরনের চর্মরোগ। মাথা, জিব, পুরুষ জননাঙ্গের অগ্র ত্বক, অণ্ডকোষের থলে, পিঠের ওপরের অংশ থেকে নিচের অংশ, ঘাড়, হাতের কনুই, আঙুল, তালু, পিঠ, নখ ও তার আশপাশে, পায়ের তালু, হাঁটু, হাত-পায়ের জয়েন্টে এটি বেশি দেখা যায়। এসব জায়গা থেকে ক্রমাগত চামড়া উঠতে থাকে।

লক্ষণ
কনুই, হাঁটু, হাত-পায়ের তলা, মাথা, পিঠ ইত্যাদি স্থান থেকে সাপের মতো চামড়া উঠে যায়। মাথা থেকে খুশকির মতো চামড়া উঠতে থাকে।

চিকিৎসা
সোরিয়াসিস একেবারে নির্মূলযোগ্য রোগ নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য। নিয়মিত সঠিক চিকিৎসা নিলে বেশির ভাগ ক্ষেত্রে সোরিয়াসিস নিয়ন্ত্রণে থাকে। এখন নতুন নতুন অনেক চিকিৎসা বের হয়েছে এবং এর অনেক ভালো ওষুধ আমাদের দেশেই আছে। স্কিন বায়োপসি করে রোগটি পুরোপুরি নির্ণয় করা যায়। সোরিয়াসিসের একটি চিকিৎসা ভিটামিন ডি। এ ছাড়া ক্যালসিপোট্রিয়ল ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়। যে কোষগুলোর কারণে সোরিয়াসিস হয়, ফটোথেরাপি সেই কোষগুলোকে কমিয়ে দেয় বলে এটি খুব কার্যকর। এর নিরাপদ ব্যবহারে শিশুদের সোরিয়াসিসও নিয়ন্ত্রণ হয়। এ ছাড়া কিছু ইমিউনোসাপ্রেসিভ ওষুধের পাশাপাশি রয়েছে ভিটামিন ‘এ’-জাতীয় রেটিনয়েড ও সাইক্লোসপোরিন। তবে রেটিনয়েড ব্যবহার করার সময় গর্ভধারণ নিষিদ্ধ। বায়োলজিকস ওষুধগুলো এখন ইনজেকটেবল ফর্মেও মিলছে, তবে একটু দামি। 

পরামর্শ দিয়েছেন: ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক চর্ম, যৌন ও চুল রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

ঘুমের ঘোরে খাওয়া রহস্যময় ও জটিল এক স্বাস্থ্য সমস্যা

যে ছয় কারণে দীর্ঘস্থায়ী শুকনো কাশি হয়

ঠান্ডার সময় ব্যায়াম শুরু করার আগে

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ