হোম > স্বাস্থ্য

‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যের অধিকারই মানবাধিকার উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাছিমা বেগম বলেন বলেন, ‘লজ্জা নয়, সচেতনতাই স্তন ক্যানসার প্রতিরোধ করতে পারে। জড়তা কাটিয়ে সমস্যার সমাধান করতে হবে।’ 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যানসার সচেতনতা দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন নাসিমা বেগম। স্তন ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠন সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে গোলাপি সড়ক শোভাযাত্রা নিয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 

নাসিমা বেগম বলেন, একজন রোগী যখন চিকিৎসা নিতে যায়, চিকিৎসক খুবই আন্তরিক কিন্তু পরীক্ষা নিরীক্ষা করারা সময় তারা হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন। এই যে দালালদের দৌরাত্ম্য এটা কমানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি থাকা উচিত। এই দিকটা সামলে ওঠা সম্ভব হলে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে রোগীদেরকে হয়রানির শিকার হতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

স্ক্রিনিং এর বিষয়টি সকলকে জানাতে হবে উল্লেখ করে নাসিমা বলেন, স্ক্রিনিং এর কথা আমরা অনেকেই জানি, আমরা কয়জন এটা করি। বাড়িতেই তো করা যায়। এভাবেই সচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করেন নাসিমা বেগম। মেনোপজের সময় হরমন থেরাপি নেওয়ার ফলে ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা বাড়ে। শারীরিক পরিবর্তন আসবেই, সেটাকে নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। 

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা