হোম > স্বাস্থ্য

হিমায়িতকরণ ছাড়াই রাখা যাবে ইনসুলিন

সম্প্রতি ভারতের বিজ্ঞানীরা হিমায়িতকরণ ছাড়াই ইনসুলিন সংরক্ষণ করা যাবে বলে দাবি করেছেন। বিজ্ঞানীরা বলছেন, তাঁরা তাপসহনীয় একধরনের ইনসুলিন আবিষ্কার করেছেন। এর ফলে ইনসুলিন ফ্রিজে রাখার দরকার হবে না।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়, এটি ডায়াবেটিস রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি বিরাট সাফল্য অর্জন।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন ভারতের বোস ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল বায়োলজি এর দুজন বিজ্ঞানী। এ ছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজির দুজন বিজ্ঞানী ছিলেন। 

গবেষক দল সফলভাবে ইনসুলিন অণুর ভেতরে চারটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড অণুর একটি ম্যাট্রিক্স প্রবর্তন করেন, যা ফ্রিজে না থাকলেও ইনসুলিন অণুগুলোকে শক্ত করতে বাধা দেয়। 

গবেষক দল দাবি করেছে, স্বাভাবিকভাবে ৩৬ থেকে ৪৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সংরক্ষণ করা লাগে, কিন্তু এই নতুন ধরনের ইনসুলিন ১৪৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। 

বোস ইনস্টিটিউটের কেমিক্যাল বায়োলজিস্ট শুভ্রাংশু চ্যাটার্জি বলেন, এটা পৃথিবীব্যাপী ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হবে। কারণ সব সময় ইনসুলিন সংরক্ষণ ছাড়া নিজের কাছে রাখা সম্ভব নয়। কিন্তু উদ্ভাবিত নতুন ধরনের ইনসুলিনটি কেউ চাইলে যতক্ষণ ইচ্ছা ফ্রিজের বাইরে রাখতে পারবেন।

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে শিশুদের দুধ তুলে নিল নেসলে