হোম > স্বাস্থ্য

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় এক যুগ আগে ২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দিয়ে ‘বৈষম্য দূরীকরণের’ দাবি জানিয়েছেন বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিএসএমটিএ) সভাপতি মো. শফিকুল ইসলাম ও মহাসচিব মো. সিরাজুল ইসলাম।

আজ সোমবার সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর কারিগরি শিক্ষা বোর্ড সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে। এতে বন্ধ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। পরবর্তীতে আদালতে মামলাটি গত ২০১৬ সালের নভেম্বরে চূড়ান্ত নিষ্পত্তি হয়। এতে নিয়োগের জটিলতা কেটে যায়। তবে এরপর ৯ বছর কেটে গেলেও প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন না হলে আবেদনকারীরা সরকারি চাকরি পাবেন না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অবিলম্বে উক্ত ওই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে, আমরা যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। এর সকল দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন