হোম > স্বাস্থ্য

কারণগুলো জেনে রাখুন

ডা. ফরিদা ইয়াসমিন সুমি

নির্দিষ্ট বয়সের আগে যেমন মাসিক শুরু হয় না, তেমনি একটি নির্দিষ্ট বয়সের পর মাসিক বন্ধও হয়ে যায়। এটি স্বাভাবিক। বিভিন্ন কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। প্রজননক্ষম নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়াকে অ্যামেনোরিয়া বলে।

সাধারণত মেয়েদের ৮ থেকে ১৬ বছরের মধ্যবর্তী সময়ে প্রথম মাসিক দেখা দেয়। গড় হিসাবে ১২ বছর বয়সের মধ্যে অধিকাংশ মেয়ের মাসিক শুরু হয়ে থাকে। কিন্তু ১৬ বছর হওয়ার পরও প্রথম মাসিক শুরু না হওয়াকে প্রাইমারি অ্যামেনোরিয়া বলে।

তবে ১৬ বছর বয়সেও শুরু হয়নি এমন মেয়েদের শতকরা ৯৯ ভাগের ১৮ বছরের মধ্যে মাসিক আরম্ভ হয়ে যায়।

আবার নিয়মিত মাসিক হতে থাকা অবস্থায় পরপর তিন অথবা ততোধিক বার মাসিক না হওয়াকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলে। সাধারণত গর্ভাবস্থা, সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়কালে এবং মেনোপজের পর নারীদের মাসিক বন্ধ হয়ে যায়।

বন্ধ হওয়ার কারণ

  • ১৮ বছরের আগে প্রথম মাসিক না হলে যদি দেখা যায় অন্য কোনো রোগের উপসর্গ নেই, সে ক্ষেত্রে ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করা যায়। অল্প কিছু ক্ষেত্রে কিছু রোগ বা অঙ্গপ্রত্যঙ্গের ত্রুটি থাকলে চিকিৎসা করে সমাধান সম্ভব।
  • গর্ভাবস্থা
  • সন্তানকে দুগ্ধদান
  • হরমোনজনিত সমস্যা
  • পলিসিস্টিক ওভারি সিনড্রোম
  • অতিরিক্ত মোটা হলে বা মেদ জমলে
  • প্রজনন অঙ্গে কোনো সমস্যা থাকলে
  • শরীরে প্রয়োজনের তুলনায় কম চর্বি থাকলে
  • হঠাৎ করে দ্রুততার সঙ্গে ওজন কমতে থাকলে
  • মানসিক চাপ ও দ্বন্দ্ব থাকলে
  • বংশগত ও পারিবারিক কারণে
  • অপুষ্টি ও অতিরিক্ত ব্যায়াম।

লেখক: সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

রেইনবো ডায়েট কী, সুস্বাস্থ্যের জন্য কেন দরকারি

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

শীতে থাইরয়েড রোগীরা যা করবেন

সবজির পুষ্টিগুণ পাওয়ার সঠিক উপায়

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন