হোম > স্বাস্থ্য

কখন বুঝবেন করোনার ঝুঁকিতে আছেন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ জটিল আকার ধারণ করেছে। বাংলাদেশর পরিস্থিতিও ভালো নয়। গত বছরের মার্চে প্রথম করোনা শনাক্তের পর আজ মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় অনেকেই শঙ্কায় রয়েছেন করোনা নিয়ে। যেকোনো ধরনের অসুস্থতা বুক কাঁপিয়ে দিচ্ছে। কোন লক্ষণকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, কোনটি দেখা দিলে তেমন শঙ্কার কিছু নেই, তা জানাটা তাই জরুরি হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বিভিন্ন মাত্রার উপসর্গ সম্পর্কে অবহিত করতে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে অনেক আগেই। এতে করোনার গুরুতর, মাঝারি ও লঘু সংক্রমণের কারণে শরীরে সৃষ্ট লক্ষণগুলো তুলে ধরা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সতর্কতা মেনে চলার প্রয়োজনেই এই লক্ষণগুলো সম্পর্কে জানাটা বিশেষভাবে জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের লক্ষণগুলোকে তিন ভাগে ভাগ করেছে—মারাত্মক, সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ লক্ষণ। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায়—

  • শ্বাস নিতে কষ্ট হওয়া
  • কথা বলা ও চলাচলে কষ্ট
  • সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়া
  • বুকে ব্যাথা অনুভব করা

গুরুতর সংক্রমণের ক্ষেত্রে দ্রুত হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা নেওয়ার পরামর্শ দিচ্ছে সংস্থাটি।

করোনার গুরুতর সংক্রমণ তুলনামূলক কম দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই মাঝারি সংক্রমণ দেখা যায়। এ ক্ষেত্রে যে লক্ষণগুলো দৃষ্টিগ্রাহ্য হয়—

  • জ্বর, কাশি ও ক্লান্তিভাব থাকা
  • স্বাদ ও ঘ্রাণ হারিয়ে ফেলা

এই লক্ষণগুলো ধীরে ধীরে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লঘু বা কম ঝুঁকিপূর্ণ লক্ষণের মধ্যে রয়েছে—

  • ঘাড় ব্যাথা, মাথা ব্যাথা ও বুকে হালকা ব্যাথা
  • ডায়রিয়া, ত্বকে র‍্যাশ ওঠে বা ত্বকের রং নষ্ট হওয়া
  • চোখ লাল হয়ে যাওয়া

এসব লক্ষণ দেখা দিলে সতর্ক থাকতে হবে। কারণ, একজনের মধ্যে করোনার লঘু লক্ষণ দেখা দিলেও তা অন্যকে আক্রান্ত করলে গুরুতর অসুস্থ করে ফেলতে পারে। তাই এ সময় জনসমাগমস্থল এড়িয়ে চলা উচিত। সবচেয়ে বড় বিষয় হলো করোনা সংক্রমণের এই সময়ে সব সময়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি। এ ক্ষেত্রে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য সতর্কতার নীতিগুলো মেনে চলা উচিত।

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন