হোম > স্বাস্থ্য

ডায়ালাইসিস কিটের শুল্ক কমানোর দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে ডায়ালাইসিসের ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন যশোর-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য তৌহিদুজ্জামান। আজ বুধবার জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে এই দাবি জানান তিনি। 

জবাবে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, করভার কমানোর প্রস্তাব এলে যথা নিয়মে সরকার ব্যবস্থা নেবে। 

তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্যমতে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছে। আক্রান্তদের মধ্যে ৪০ হাজার কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতি বছর। অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিনবার করে ডায়ালাইসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে ১ লাখ টাকা খরচ পড়ে। 

তিনি আরও বলেন, দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্পমূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন। 

তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, করভার কমানোর প্রস্তাব করা হলে এ বিষয়ে যথানিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে শিশুদের দুধ তুলে নিল নেসলে