হোম > স্বাস্থ্য

বেশি ক্ষারযুক্ত সাবান-পানিতে হাত ধোবেন না

আমার আম্মার বয়স ৫৫ বছর, গৃহিণী। তিনি মাঝে মাঝে কানে ভোঁ ভোঁ, শোঁ শোঁ প্রভৃতি শব্দ অনুভব করেন। এ অবস্থায় কী করা উচিত, জানালে উপকৃত হব।

মো. মাহমুদ মোস্তফা
ধামইরহাট, নওগাঁ

যে লক্ষণের কথা বলছেন তার নাম টিনিটাস। এ বয়সে বিভিন্ন কারণে টিনিটাস হতে পারে। কানে ময়লা জমে থাকা, মেনিয়ার্স ডিজিজ, উচ্চ রক্তচাপসহ আরও অনেক কারণ থাকতে পারে এর পেছনে। তাই চিকিৎসককে সরাসরি দেখিয়ে চিকিৎসা নেওয়াটাই নিরাপদ।

মুকিত ওসমান
আইএমও

নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

আমার বয়স ৩০ বছর। গৃহিণী। আমার ওপরের মাড়ির একটি দাঁতের ওপর আরেকটি দাঁত গজিয়েছে। মাঝে মাঝে এই দাঁতে একটানা অনেক দিন ব্যথা হয়। প্রথম প্রথম ব্যথা হলে গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করার চেষ্টা করেছি। কিন্তু এতে ব্যথা আরও বেড়ে যায় এবং আশপাশের দাঁতে ছড়িয়ে পড়ে। কিন্তু ঠান্ডা পানিতে কোনো সমস্যা নেই দাঁতে। কী করতে পারি?

সুমাইয়া হক
পার্বতীপুর, দিনাজপুর

আপনার ওই দুটি দাঁতের মাঝে পকেট তৈরি হয়েছে, যাকে পেরিওডন্টাল পকেট বলে। এখানে খাবার জমে জমে ইনফেকশন হয়। আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এক্স-রে করিয়ে নিলে বোঝা যাবে পকেটের এক্সটেনশন কতখানি। ডেন্টাল সার্জন সেভাবে পরবর্তী চিকিৎসা দেবেন।

ডা. রাহুল মিত্র, চিফ কনসালট্যান্ট

ডা. রাহুল’স ডেন্টাল সলিউশন, মিরপুর-১০, ঢাকা

আমার বয়স ৩০। হাতের আঙুলে গুঁড়ি গুঁড়ি ওঠে। ভেতরে পানি থাকে এবং চুলকায়। ফেটে গিয়ে শুকিয়ে চামড়া শক্ত হয়ে যায়। গরুর মাংস খেলে বা বেশি পরিমাণে সাবান-পানি নাড়লেও হয়। এটা কি অ্যালার্জি থেকে হচ্ছে? নাকি হাতের চামড়া নরম দেখে হচ্ছে? সমাধান কী?

নাম প্রকাশে অনিচ্ছুক

বরগুনা

আপনার যে সমস্যা দেখা যাচ্ছে, তা হলো হাতের একজিমা। যাকে বলা হয় পমফোলিক্স। এটি মাঝে মাঝে হয়। বছরে কয়েকবার হয়ে থাকে। সাধারণত এটি এমনি এমনি ভালো হয়ে যায়। অতিরিক্ত সাবান-পানি, স্ট্রেস, ঘামে পমফোলিক্স হতে পারে। যদি খুব বেশি চুলকায়, তাহলে অ্যান্টি-হিস্টামিন খাওয়া যেতে পারে। এ ছাড়া হাত ময়েশ্চারাইজ রাখতে হবে। ইমোলিয়েন্ট ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট বা ক্ষারযুক্ত সাবান-পানি দিয়ে হাত ধোয়া থেকে বিরত থাকুন। ময়েশ্চারযুক্ত মাইল্ড ক্লিনজার বা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে। আর এটি যদি আপনাকে বেশি ভোগায়, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে।

পমফোলিক্স ছোঁয়াচে নয়। তবে কখনো ভুল করে এগুলো খুঁচিয়ে গলানোর চেষ্টা করবেন না।

ডা. তাওহীদা রহমান ইরিন

চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ