বয়সভেদে খাবার ও পুষ্টির চাহিদায় বিভিন্নতা রয়েছে। বৃদ্ধ বয়সে শারীরিক ও মানসিক বেশ কিছু পরিবর্তন ঘটে থাকে। পাশাপাশি দেখা দেয় বিভিন্ন রোগ, যেমন ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চরক্তচাপ ইত্যাদি। তাই খুব সচেতন হতে হবে এই সময়ে তাঁদের পুষ্টির চাহিদার ক্ষেত্রে।
খাবারের তালিকায় যা যা থাকতে হবে
- এ সময় খাবারে অরুচি দেখা দেয় ও প্রচুর অ্যাসিডিটি হয়। তাই সহজে হজম হয় সে ধরনের খাবার তালিকায় রাখতে হবে।
- ২-৩ ঘণ্টা পরপর অল্প করে হলেও কিছু খেতে হবে।
- ভাজাপোড়া, ফাস্ট ফুডজাতীয় খাবার বাদ দিতে হবে।
- মসলাজাতীয় ও ঝাল খাবার এড়িয়ে চলতে হবে।
- দৈনিক ২০-৩০ মিনিট হাঁটতে হবে।
- রোগভেদে খাবারে ভিন্নতা আসবে। সে ক্ষেত্রে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্টের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের তালিকা তৈরি করতে হবে।
লেখক: পুষ্টিবিদ, লেজার ট্রিট