হোম > স্বাস্থ্য

দূরে থাক অবসাদ

ডা. সানজিদা শাহ্‌রিয়া

আনন্দ, ভয়, রাগ, দুঃখ—জন্মগতভাবে আমাদের এই চারটি অনুভূতি রয়েছে। এগুলো প্রকাশ করতে না পারলে আমরা বিভিন্ন মানসিক কষ্টের মধ্য দিয়ে যাই। তার প্রভাব পড়ে শরীরে। মানসিক অবসাদ দূর করতে প্রয়োজনে ওষুধ ব্যবহার করা যেতেই পারে, কিন্তু তা একধরনের নির্ভরশীলতা তৈরি করতে পারে। ওষুধের অনিয়ম ও অপব্যবহার অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে সাইকোথেরাপি হলো পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। সাইকোথেরাপি ব্যায়ামের মতো। এটি মস্তিষ্ক সজীব করবে বাস্তবতার সঙ্গে সংগতি রেখে।

সাইকোথেরাপির উপকারিত

  • মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশ ভয় ও অনুভূতি নিয়ে কাজ করে। যাঁরা বিষণ্নতা বা ডিপ্রেশনে ভুগছেন, তাঁদের অ্যামিগডালা ধীরে ধীরে বড় হতে থাকে। সাইকোথেরাপি তাঁদের মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশটি ধীরে ধীরে সংকুচিত করে আনে। ফলে বিষণ্নতায় ভোগা মানুষের কষ্ট কমে। আবার হিপোক্যাম্পাস নামে একটি অংশ আছে, যেটি আমাদের আবেগ ও স্মৃতি জমা রাখে। সাইকোথেরাপি এটিকেও ভালো রাখে।
  • মেডিকেল প্রিফ্রন্টাল করটেক্স, যা আমাদের উচ্চমার্গীয় চিন্তা ধারণ করে। এই উচ্চমার্গীয় চিন্তা সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজ করে। সাইকোথেরাপি মস্তিষ্কের এই অংশগুলোতেও পরিবর্তন আনতে পারে।
  • সাইকোথেরাপি মস্তিষ্কের আকৃতি পরিবর্তন করতে পারে।
  • মানুষ যখন নতুন কিছু শেখে, তখন তার মস্তিষ্কের স্নায়ুর সংযোগ পরিবর্তন করে। এই তত্ত্বের ওপর চলে সাইকোথেরাপি। মস্তিষ্ক সব সময় বদলাতে পারে। তাই সাইকোথেরাপির কোনো বয়স নেই।
  • অ্যামিগডালা যত বড় হবে, দুশ্চিন্তা তত বেশি হবে। সামাজিক উদ্বিগ্নতা বা সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত যেকোনো বয়সের মানুষের অ্যামিগডালার আয়তন কমিয়ে আনতে পারে সাইকোথেরাপি। ফলে ভয় কম তৈরি হয়। আক্রান্ত ব্যক্তি আরাম বোধ করে।

ওষুধ সেবন ছাড়াই মনঃকষ্ট নিরাময়ে সাইকোথেরাপি অসাধারণ কাজ করে। একটাই কথা, সাইকোথেরাপিতে দীর্ঘ সময় ও ধৈর্য প্রয়োজন। তবে মনে রাখতে হবে, এই সময়টা ব্যক্তির অবচেতন মনের অনুভূতিগুলোকে মুক্তি দেয়।

লেখক: চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’