হোম > স্বাস্থ্য

হঠাৎ পা মচকে গেলে

ডা. মোহাম্মদ ইফতেখার আলম

যেকোনো আঘাতজনিত, অসাবধানতাবশত বা খেলাধুলায় পা মচকে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই পা মচকে রোগী চিকিৎসকের কাছে যাওয়ার পর যদি এক্স-রে করে দেখে যে হাড় ভাঙেনি, তখন তারা সেটিকে অবহেলা করে থাকে। এর ফলে রোগী এমন ‘সামান্য পা মচকানো’ থেকে দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগে থাকে।

করণীয়

  • যেকোনো আঘাতজনিত ব্যথায় তীব্রতা কতখানি তার ওপর নির্ভর করে সেই ব্যথার চিকিৎসা পদ্ধতি।
  • আঘাতের তীব্রতা কম থাকলে প্রাথমিক অবস্থায় আঘাত পাওয়া জায়গায় বরফ বা ঠান্ডা পানি দিতে হবে। এতে আঘাতজনিত ফোলা ও নীলচে রক্ত জমাট বাঁধতে পারে না সহজে।
  • তীব্রতা বা ফোলা যদি বেশি থাকে, সে ক্ষেত্রে পায়ের এক্স-রে করে হাড়ের কোনো ক্ষতি হয়েছে কি না, সেটা নিশ্চিত হতে হবে।
  • দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে না থেকে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ রাখতে হবে।

চিকিৎসা

প্রাথমিকভাবে বরফ দেওয়ার পর যদি পা ফোলা থাকে এবং যদি কোনো ফ্র্যাকচার না-ও পাওয়া যায়, তবু সে ক্ষেত্রে রোগীকে শর্ট লেগ প্লাস্টার করে ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। কারণ আমাদের হাড়ের জয়েন্ট তৈরি করার জন্য কিছু লিগামেন্ট থাকে, যা এ ধরনের পা মচকানোর জন্য আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষেত্রে রোগীর অবহেলায় প্লাস্টার করে গোড়ালি বিশ্রামে রাখা না গেলে দীর্ঘমেয়াদি ব্যথায় ভোগা ও দীর্ঘদিন পা ফোলা থাকার আশঙ্কা থাকে।

যেকোনো পা মচকানোর ক্ষেত্রে অবহেলা না করে গুরুত্বসহকারে অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে, প্রয়োজনবোধে প্লাস্টার করে যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি।

লেখক: সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি), আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন